মাদ্রিদ, ১৮ ডিসেম্বর: প্রথম ভারতীয় হিসেবে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে পুরুষ সিঙ্গলসের ফাইনালে উঠে ইতিহাস গড়লেন কিদাম্বি শ্রীকান্ত। সেই সঙ্গে রুপোর পদক নিশ্চিত করলেন।এদিন সেমিফাইনালে মুখোমুখি হয়েছিলেন দুই ভারতীয় শাটলার শ্রীকান্ত ও লক্ষ্য সেন। রুদ্ধশ্বাস লড়াইয়ে তরুণ প্রতিভা লক্ষ্যর কাছে প্রথম গেম হেরে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটিয়ে তিন গেমের রুদ্ধশ্বাস লড়াই জিতে নেন শ্রীকান্ত। খেলার ফল ১৭-২১, ২১-১৪, ২১-১৭।
আরও পড়ুন-‘বুথে এজেন্ট দেওয়ার লোক নেই, বিজেপির মুখ লুকোনোর জায়গা নেই’ বললেন ফিরহাদ হাকিম
দুই ভারতীয় শাটলারের দ্বৈরথ এদিন আকর্ষণীয় পর্যায়ে পৌঁছে যায়। অভিজ্ঞ শ্রীকান্তের বিরুদ্ধে সমানে সমানে টক্কর দেন ২০ বছরের লক্ষ্য। প্রথম গেম দাপটে জিতে নেন প্রকাশ পাডুকনের অ্যাকাডেমির ছাত্র। কিন্তু দ্বিতীয় গেমে দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটিয়ে লড়াইয়ে ফেরেন শ্রীকান্ত। কোর্টে দুই ভারতীয়ের লড়াই উপভোগ করেন ব্যাডমিন্টনপ্রেমীরা।
দ্বিতীয় গেম ২১-১৪ ফলে জিতে নেন শ্রীকান্ত। এর পর তৃতীয় গেমে লক্ষ্য দুর্দান্ত লড়াই করলেও অভিজ্ঞতা দিয়ে বাজিমাত করেন শ্রীকান্ত। ২১-১৭ তে তৃতীয় গেম জেতেন। তবে লক্ষ্য ব্রোঞ্জ জিতে গুরু প্রকাশ পাডুকনের কীর্তি স্পর্শ করলেন।