অসুস্থ স্বামী স্মরণানন্দ মহারাজ, আরোগ্য কামনায় মুখ্যমন্ত্রী

অসুস্থ রামকৃষ্ণ মঠের প্রেসিডেন্ট স্বামী স্মরণানন্দ মহারাজ

Must read

অসুস্থ রামকৃষ্ণ মঠের প্রেসিডেন্ট স্বামী স্মরণানন্দ মহারাজ (Srimat Swami Smarananandaji)। এদিন তাঁর অসুস্থতার খবর শুনেই চিন্তাগ্রস্ত হয়ে পড়েন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের সোশ্যাল মিডিয়াতে তিনি পোস্ট করে তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন। রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানের চিকিৎসকদেরও পরামর্শ নেওয়া হচ্ছে।

আরও পড়ুন-লোকসভা নির্বাচনে বাংলায় ৫টার বেশি আসনে জিতবে না, বিজেপিকে বর্জনের ডাক তৃণমূলের

নিজের এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘রামকৃষ্ণ মঠ ও মিশনের শ্রদ্ধেয় সভাপতি শ্রীমৎ স্বামী স্মরণানন্দজি মহারাজের দ্রুত আরোগ্য কামনা ও প্রার্থনা করছি। অসুস্থ প্রবীণ সন্ন্যাসী রামকৃষ্ণ মঠের সদস্যদের আধ্যাত্মিকভাবে নেতৃত্ব দেন এবং বিশ্বজুড়ে লক্ষ লক্ষ ভক্তদের জন্য সান্ত্বনার উৎস হয়ে থাকেন। আমি শ্রদ্ধেয় মহারাজের দ্রুত সুস্থতার জন্য সন্ন্যাসীদের এবং ভক্তদের সাথে মিলিত হয়ে তাঁর সুস্থতা প্রার্থনা করছি।]

আরও পড়ুন-অসম্মানের বিরুদ্ধে রুখে দাঁড়ান সন্দেশখালির মা-বোনেরা : পার্থ

প্রসঙ্গত, রামকৃষ্ণ মঠ সূত্রে খবর, ২০২২ সালেও অসুস্থ হয়ে পড়েন স্বামী স্মরণানন্দ মহারাজ। তাঁকে বেলুড় মঠ থেকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। তখন থেকেই তিনি মহারাজ বয়সজনিত সমস্যায় ভুগছেন।

 

Latest article