কর্মসমিতি ঘোষণা করলেন সৃঞ্জয়

এছাড়া পাঁচজন সহ-সভাপতিও মনোনীত করা হয়েছে। এঁরা হলেন সৌমিক বোস, কুণাল ঘোষ, মানস ভট্টাচার্য, উত্তমকুমার সাহা এবং দেবাশিস মিত্র।

Must read

প্রতিবেদন : সোমবার মোহনবাগান ক্লাবের (Mohunbagan club) নতুন কর্মসমিতির প্রথম বৈঠকেই মনোনীত হয়ে গেল ক্লাবের নতুন সভাপতি এবং সহ-সভাপতিদের নাম। গত শনিবারই মোহনবাগান ক্লাবের সচিবপদে দায়িত্ব গ্রহণ করেছিলেন সৃঞ্জয় বোস।

আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর সেফ ড্রাইভ, সেভ লাইফ প্রকল্পের জেরে কমেছে পথদুর্ঘটনা

এদিনের কর্মসমিতির সভায় তিনি এবং বাকি সদস্যরা সভাপতি হিসাবে দেবাশিস দত্তর নাম মনোনীত করেন। এছাড়া পাঁচজন সহ-সভাপতিও মনোনীত করা হয়েছে। এঁরা হলেন সৌমিক বোস, কুণাল ঘোষ, মানস ভট্টাচার্য, উত্তমকুমার সাহা এবং দেবাশিস মিত্র।

Latest article