সংবাদদাতা, রায়গঞ্জ : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হাত ধরে উন্নয়নের গতি অব্যাহত রাজ্যে। স্বাধীনতা দিবসের দিন রায়গঞ্জের (Raigunj) কর্নজোড়ায় অবস্থিত জেলা প্রশাসনিক ভবনে উদ্বোধন হল সৃষ্টিশ্রী স্টলের। পাশাপাশি জেলা প্রশাসনের উদ্যোগে এদিন বীর স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে একটি প্রদর্শনীর সূচনা করেন জেলাশাসক।
আরও পড়ুন-পরিষেবা বিঘ্নিত করে আন্দোলন নয় : উদয়ন
জেলা তথ্য ও সংস্কৃতি দফতর, উত্তর দিনাজপুর আয়োজিত ‘কারার ঐ লৌহকপাট’ শীর্ষক এই প্রদর্শনীতে দেশের বীর স্বাধীনতা সংগ্রামীদের আত্মবলিদানকে স্মরণ করা হয়েছে। এই প্রদর্শনী চলবে আগামী ১৯ তারিখ পর্যন্ত। এদিন জাতীয় পতাকা উত্তোলন করেন উত্তর দিনাজপুরের জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা। ছিলেন হসীন জেহরা রিজবী, কিংশুক মাইতি। বীর শহিদদের স্মরণ করেন সকলে।