প্রতিবেদন : দেশের শীর্ষ আদালতে ফের একবার পিছিয়ে গেল এসএসসি-র (SSC) চাকরি-বাতিল-সংক্রান্ত মামলার শুনানি। সাতদিন পিছিয়ে আগামী বৃহস্পতিবার এই মামলার শুনানি হবে। আজ বৃহস্পতিবার এমনই জানিয়ে দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না৷ এদিন দুপুর ২টোয় প্রধান বিচারপতির এজলাসে রাজ্যের স্কুল সার্ভিস কমিশনের ছাব্বিশ হাজার প্রার্থীর চাকরি-বাতিল মামলার শুনানি নির্ধারিত ছিল৷ কিন্তু সময়ের অভাবে বিস্তারিত শুনানি সম্ভব নয় বলে জানান প্রধান বিচারপতি। এরপরই তিনি জানান, আগামী বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় হবে এসএসসি (SSC) চাকরি-বাতিল-সংক্রান্ত মামলার শুনানি৷ এজলাসে জড়ো হওয়া আইনজীবীদের ভিড়ের দিকে তাকিয়ে প্রধান বিচারপতি প্রশ্ন ছুঁড়ে দেন, এখানে এত ভিড় কেন? আইনজীবীরা হেসে জানান, এসএসসি মামলার শুনানির জন্য তাঁরা সমবেত হয়েছেন। শোনার পরেই প্রধান বিচারপতি পর্যবেক্ষণে জানান, মামলার বিচার্য বিষয় হল পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হবে, নাকি যোগ্য প্রার্থীদের চাকরি প্রদান করা হবে৷ বিষয়টি মারাত্মক জটিল নয়৷ আমরা শুনানি পিছাব না৷ আগামী বৃহস্পতিবার টপ অফ দি বোর্ড শুনানি হবে৷
আরও পড়ুন- প্রকল্পের টাকা পাঠানোয় সতর্কতা, ১৬ দফা নির্দেশিকা জারি
এর আগে ২০১৬ সালে নিয়োগ পাওয়া এসএসসি-র শিক্ষক ও অশিক্ষক কর্মীদের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট৷ বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহম্মদ শব্বর রাশিদির ডিভিশন বেঞ্চ। বেঞ্চ তাঁদের দেওয়া রায়ে ২৫,৭৫৩ জন শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল করে দেয়। এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করে রাজ্য সরকার, স্কুল সার্ভিস কমিশন, মধ্যশিক্ষা পর্ষদ এবং চাকরি হারাদের একাংশ৷ আগামী বৃহস্পতিবার সেই মামলারই শুনানি হতে চলেছে।
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…