প্রতিবেদন : সুষ্ঠুভাবেই শুরু হল এসএসসি-র গ্রুপ সি পদে নিয়োগের কাউন্সেলিং। বৃহস্পতিবার প্রথমদিনে স্কুল সার্ভিস কমিশন দফতরে কাউন্সেলিং শুরু হয় সকাল সাড়ে ১০টা নাগাদ। বীরভূম, বর্ধমান এবং হুগলির মোট ১০০ জনকে ডাকা হয়েছিল এদিন। কমিশন সূত্রে জানা গিয়েছে, গোটা প্রক্রিয়াটি চলেছে মসৃণভাবেই। কাউন্সেলিংয়ে আসা চাকরিপ্রার্থীরা পরীক্ষায় বসেছিলেন ২০১৭ সালে। ছিলেন ওয়েটিং লিস্টে। ৬ বছর পরে ডাক পেয়ে স্বাভাবিকভাবেই আপ্লুত তাঁরা। লক্ষণীয়, নিয়োগ মামলায় আদালতের নির্দেশে বাতিল হয়েছিল ৮৪২ জনের চাকরি।
আরও পড়ুন-ভাড়া কমাতে বাধ্য হল রেল
আদালতের নির্দেশে সেই শূন্যপদেই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। চাকরিহারাদের পক্ষ থেকে অবশ্য একক বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে আবেদন জানানো হয়। কিন্তু স্থগিতাদেশ দেয়নি আদালত। ফলে নির্বিঘ্নেই শুরু হয় কাউন্সেলিং।
আরও পড়ুন-‘ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামো অক্ষুণ্ণ এবং শক্তিশালী থাকা উচিত’ বৈঠকের পর জানালেন নবীন পট্টনায়েক
উচ্চপ্রাথমিকে নিয়োগ : বৃহস্পতিবারই স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে আদালত অনুমতি দিলেই ১২ হাজার পদে নিয়োগ হবে উচ্চপ্রাথমিকে। কলকাতা হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে এদিন এ বিষয়ে আবেদন জানানো হয়েছে। আদালতের অনুমতি মিললে সামনের সপ্তাহেই উচ্চপ্রাথমিকের মেধাতালিকা প্রকাশ করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে কমিশন।