প্রতিবেদন : পরীক্ষা হবেই এবং সুনির্দিষ্ট দিনেই তা হবে। এসএসসি (SSC) মামলায় শুক্রবার আরও একবার স্পষ্টভাবে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবারই শীর্ষ আদালত জানিয়েছিল একথা। শুক্রবারও উঠেছিল মামলাটি। বিচারপতি সঞ্জয় কুমার স্পষ্ট জানিয়ে দেন পরীক্ষা পিছনো হবে না। পূর্ব-নির্ধারিত দিনেই পরীক্ষা হবে। তিনি এও জানান, যাঁরা চাকরি করছেন তাঁরা নবম, দশম এবং একাদশ, দ্বাদশ শ্রেণির জন্য পরীক্ষা দিতে পারবেন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে শনিবারই ১৯০০ অযোগ্যদের তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়ে দেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন- বড় দুর্ঘটনার থেকে রক্ষা! ট্রেন থামিয়ে বাঁচানো হল হাতি-শাবককে