সময় বাড়িয়ে দিল এসএসসি

Must read

প্রতিবেদন : ইতিমধ্যেই নবম-দশম, একাদশ-দ্বাদশের শিক্ষক পদে যাঁরা আবেদন করেছেন, তাঁদের তথ্য সংশোধনের সুযোগ দিল এসএসসি (SSC)। বিজ্ঞপ্তি দিয়ে এসএসসি (SSC) জানিয়েছে আগামী ১১ আগস্ট পর্যন্ত সংশোধন করা যাবে। আবেদন পত্রে প্রার্থীদের নামের বানান, লিঙ্গ, জন্ম তারিখ ভুল থাকলে সংশোধন করা যাবে। আবেদন পত্রে প্রার্থীদের স্বচ্ছ এবং বর্তমান সময়ে তোলা ছবি সই সহ দিতে হবে। অভিজ্ঞ শিক্ষকদের নিয়োগের ক্ষেত্রেও যাঁরা কোড, ইউনিক স্কুল কোড, স্কুলের নাম, কত তারিখে স্কুলে যোগ দিয়েছিলেন সেই তথ্য আপলোড করার সময়সীমাও এসএসসি বাড়িয়েছে।

আরও পড়ুন-পুজোয় মুক্তি, উৎকর্ষিণীর মঞ্চে ‘দেবী চৌধুরানি’ শ্রাবন্তী

Latest article