প্রতিবেদন : ২০ হাজার নামের তালিকা ইতিমধ্যেই প্রকাশ করেছে এসএসসি (SSC interview)। আগামী কাল ১৮ নভেম্বর থেকে শুরু হবে ইন্টারভিউ এবং নথি যাচাই পর্ব। এই প্রক্রিয়া চলবে ৩ ডিসেম্বর পর্যন্ত। গত ৭ নভেম্বর প্রকাশিত হয়েছিল স্কুল সার্ভিস কমিশনের (SSC interview) একাদশ দ্বাদশ শ্রেণির জন্য শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল। একাদশ ও দ্বাদশ শ্রেণি মিলিয়ে ১২,৪৪৫টি শূন্যপদের জন্য শিক্ষক নিয়োগের কথা ঘোষণা করা হয়েছে স্কুল শিক্ষা দফতরের তরফে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া। লিখিত পরীক্ষার ৬০ নম্বর, শিক্ষকতার অভিজ্ঞতার ভিত্তিতে ১০ নম্বর এবং শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে ১০ নম্বর, এই তিনটির ভিত্তিতে ৮০ নম্বরে মোট প্রাপ্ত নম্বরের নিরিখেই সাজানো হয়েছে সংশ্লিষ্ট তালিকা। লিখিত পরীক্ষায় পরীক্ষার্থীরা কত নম্বর পেয়েছেন তাও উল্লেখ করা হয়েছে তালিকায়।

