প্রতিবেদন : পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশন বা এসএসসির শিক্ষক নিয়োগ নিয়ে কলকাতা হাইকোর্টের রায়ের উপরে স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট৷ সোমবার দুই বিচারপতির বেঞ্চ জানায়, ২০১৬ সালের নিয়োগ পরীক্ষায় যাঁরা সুযোগ পাননি, তাঁরা নতুন পরীক্ষায় বসার সময়ে বয়স-সংক্রান্ত ছাড় পাবেন না৷
আরও পড়ুন-এবার কোর্টের নির্দেশ পালন করুক কমিশন : তৃণমূল
দেশের শীর্ষ আদালতের বিচারপতি সঞ্জয় কুমার এবং কে বিনোদ চন্দ্রণের বেঞ্চ এদিন হাইকোর্টের রায় খণ্ডন করে দেয়৷ গত ডিসেম্বরে কলকাতা হাইকোর্ট জানিয়েছিল, এসএসসি আলাদা করে আনটেন্টেড বা দাগি প্রার্থীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেনি। ফলে যাঁদের নাম দাগিদের তালিকায় নেই, তাঁরা নিয়োগ প্রক্রিয়ায় ছাড় পাবেন। হাইকোর্টের নির্দেশ ছিল, যাঁরা ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় সুযোগ পাননি, তাঁদেরও বয়সে ছাড় দেওয়া হবে। এখানেই আপত্তি জানিয়ে কলকাতা হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট৷ শীর্ষ আদালতের বেঞ্চের পর্যবেক্ষণ, আগে সুপ্রিম কোর্টের তরফে যে রায় দেওয়া হয়েছিল, তাতে বলা হয়েছিল যে যোগ্য প্রার্থীরা চাকরি করছিলেন, কিন্তু প্যানেল বাতিল হওয়ায় চাকরি চলে গিয়েছে, তাঁরা নতুন পরীক্ষার ক্ষেত্রে বয়সের ছাড় পাবেন। কিন্তু যাঁরা যোগ্য অথচ ওই পরীক্ষায় নির্বাচিত হননি, তাঁদের জন্য বয়সের ছাড়ের কথা বলা হয়নি। সেই কারণেই হাইকোর্টের বয়স-সংক্রান্ত ছাড়ের রায়ে স্থগিতদেশ দিল সুপ্রিম কোর্ট। এই রায়কে স্বাগত জানিয়ে স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, যাঁরা চাকরিতে ছিলেন তাঁদেরই ছাড় দিয়েছিল সুপ্রিম কোর্ট, সবাইকে নয়৷ এখানে সংবিধানের ১৪ নং ধারাকে লঙ্ঘন করা যায় না৷ আমরা সুপ্রিম কোর্টের আদেশ মেনে কাজ করেছি৷
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…
নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…
সংবাদদাতা, বারাসত : জনসুনামির সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসত। সোমবার বারাসতের কাছারি…
ব্যুরো রিপোর্ট: শুনানির নামে হয়রানির প্রতিবাদে রাজ্যজুড়ে গর্জে উঠেছে তৃণমূল (ECI_TMC)। সোমবার মালদহ, কোচবিহার, রায়গঞ্জে…