প্রতিবেদন : এসএসসিতে (SSC recruitment) শিক্ষক নিয়োগের আবেদনের শেষ সময়সীমা বাড়ানো হল। আবেদনের শেষ দিন ছিল ১৪ জুলাই সোমবার পর্যন্ত। তবে সেই আবেদনের মেয়াদ আরও সাতদিন বাড়ানো হল। আরও সাতদিন পোর্টালের মাধ্যমে আবেদন করা যাবে বলে এসএসসি (SSC recruitment) সূত্রে জানা গিয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে নয়া নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছে এসএসসি। গত ১৬ জুন থেকে এসএসসি পোর্টালের মাধ্যমে নিয়োগের আবেদন নেওয়া শুরু হয়। আবেদন বাড়ানোর ব্যাপারে এসএসসি’র এক সূত্র জানাচ্ছেন, ওবিসি সংরক্ষণের বিষয়টি নিয়ে চারদিন পোর্টাল বন্ধ ছিল। সেই সময় অনেকেই আবেদন করতে পারেননি। এছাড়াও এসএসসি নিজেদের বেশ কিছু টেকনিক্যাল সমস্যার কথাও শিক্ষা দফতরকে জানিয়েছে ইতিমধ্যেই। সবমিলিয়ে রাজ্যের শিক্ষিত যোগ্য ছেলেমেয়েরা যাতে নিয়োগের সুযোগ বেশি করে পায় তারজন্যই আবেদনের সময়সীমা বাড়ানো হচ্ছে।
আরও পড়ুন-ভাঙড়ে তৃণমূল নেতা খুনে ধৃত আরও তিন