প্রতিবেদন : প্রাথমিক টেটের দিনক্ষণ ঘোষণার পাশাপাশি পুজোর ছুটির আগেই শিক্ষক নিয়োগের (SSC Recruitment) বিজ্ঞপ্তি প্রকাশ করার কথা ঘোষণা করল স্কুল সার্ভিস কমিশন। সোমবার সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। এদিন কমিশনের তরফে জানানো হয়েছে, উচ্চ-প্রাথমিকে নিয়োগের জন্য ইন্টারভিউ বোর্ড গঠন করার প্রক্রিয়া শেষ হয়েছে। আদালতের অনুমতি পেলে ১,৫৮৫ জনের ইন্টারভিউ (SSC Recruitment) নেওয়ার কাজ শুরু করা হবে। নিয়োগ হবে মোট ১১টি বিষয়ে। এ-ছাড়া, কর্মশিক্ষা ও শারীরশিক্ষায় নিয়োগ-প্রক্রিয়া শুরু হবে বলেও জানানো হয়েছে। এসএসসি-র চেয়ারম্যান জানান, কোন স্কুলে কত শূন্যপদ তা বিকাশ ভবনের তরফ থেকে জানানো হবে। তারপরই বিজ্ঞপ্তি প্রকাশ করবে কমিশন। পুজোর আগেই সেই তালিকা মিলবে। এখনও পর্যন্ত শারীরশিক্ষায় শূন্যপদের সংখ্যা ৮২৪ ও কর্মশিক্ষায় শূন্যপদ ৫৮৫। এ-ছাড়া, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবম, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণির জন্য যে সুপার নিউমেরিক পোস্টের কথা ঘোষণা করেছিলেন, সেইসব পদের নিয়োগ-বিজ্ঞপ্তিও শীঘ্রই প্রকাশ হবে বলে জানানো হয়েছে। নবম ও দশমে ১,৯৩২ ও একাদশ ও দ্বাদশের ২৪৭ শূন্যপদে নিয়োগ করা হবে। সব মিলিয়ে পুজোর আগেই চাকরি প্রার্থীদের সুখবর দিতে চলেছে কমিশন। এসএসসির আন্দোলনরত চাকরি প্রার্থীদের দ্রুত নিয়োগের আশ্বাস দিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আইনি জটিলতায় আটকে থাকা নিয়োগ প্রক্রিয়ার জট খুলতে এর আগে দু’দফায় আন্দোলনরত প্রার্থীদের সঙ্গে বৈঠক করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবারও গোটা বিষয়টি নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে একপ্রস্থ বৈঠক করেন তিনি।
আরও পড়ুন-টেটে ১১ হাজার নতুন নিয়োগ