প্রতিবেদন : রবিবার একাদশ ও দ্বাদশ শ্রেণির নিয়োগের জন্য ফের পরীক্ষা নিতে চলেছে এসএসসি(ssc)। পরীক্ষার আগে প্রশাসনের তরফে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া আছে বলে পরীক্ষার্থীদের আশ্বস্ত করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি বলেন, মুখ্যমন্ত্রী যা নির্দেশ দিয়েছিলেন সে সমস্ত কিছু এসএসসিকে জানিয়েছি। আমি পরীক্ষার্থীদের আশ্বস্ত করতে চাই প্রশাসনের তরফে সর্বোচ্চ স্তরের ব্যবস্থা নেওয়া হয়েছে। আপনারা শান্তভাবে পরীক্ষা দিন। আশা রাখছি এসএসসি (ssc) ভালভাবে এই পরীক্ষাতেও সাফল্য লাভ করবে।
এবার পরীক্ষায় বসবেন একাদশ-দ্বাদশের প্রায় ২ লক্ষ ৪৬ হাজার পরীক্ষার্থী। একাদশ-দ্বাদশে মোট ১২ হাজার ৫১৪ শূন্যসপদ রয়েছে। ৪৭৮টি পরীক্ষাকেন্দ্রে হবে পরীক্ষা। নবম-দশমের মতো এবারেও থাকছেন ভিন রাজ্যের পরীক্ষার্থীরা। এই প্রসঙ্গে শিক্ষামন্ত্রী জানান, বাইরের রাজ্যে কোনও চাকরি নেই। বিজেপি শাসিত রাজ্যে কোনও চাকরি নেই বলে ছেলেমেয়েরা এখানে চলে আসছেন। বাইরে থেকে যে সমস্ত ছেলেমেয়েরা আসছেন তাঁরা হিন্দি বলছেন বলে কি তাঁদের আমরা তাড়া করব? কোনওদিনই করব না। আমরা তাঁদেরকে সম্মান দিয়ে, ভারতের সংবিধানকে রক্ষা করে তাঁদের আমন্ত্রণ জানাব। আপনারা এখানে এসে স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা দিন। বিজেপি রাজ্যে পরীক্ষা হয় না, ভিন রাজ্যের একজন পরীক্ষার্থীকেও যদি মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি দিতে পারেন তাহলে বলব এটা আমাদের বিরাট জয়।
অপরদিকে দেখা গিয়েছে, নবম-দশমের এসএসসি পরীক্ষার আগে প্রশ্নপত্র ফাঁস থেকে শুরু করে নানান ধরনের বিভ্রান্তিমূলক গুজব রটিয়েছে বিজেপি। এই প্রসঙ্গে শিক্ষামন্ত্রীর সাফ কথা, পরীক্ষার্থীদের বিভ্রান্ত করে কোনও লাভ নেই। তাঁরা স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা দেবেন এবং যাঁরা সুযোগ পাবেন তাঁরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে নিয়োগপত্র নেবেন।
আরও পড়ুন- নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী সুশীলা কার্কি, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর