এসএসসি নির্বিঘ্নে চক্রান্ত গদ্দারদের

সফল হয়েছে এসএসসি-র প্রথম দফার পরীক্ষা। রাজ্যের পড়ুয়ারা তো বটেই, বিজেপি-শাসিত রাজ্যগুলি থেকেও বাংলায় পরীক্ষা দিতে এসেছিল অসংখ্য ছেলে-মেয়ে।

Must read

প্রতিবেদন : সফল হয়েছে এসএসসি-র প্রথম দফার পরীক্ষা। রাজ্যের পড়ুয়ারা তো বটেই, বিজেপি-শাসিত রাজ্যগুলি থেকেও বাংলায় পরীক্ষা দিতে এসেছিল অসংখ্য ছেলে-মেয়ে। কারণ তাদের রাজ্যে চাকরির কোনও সুযোগ নেই। এই আবহে হাওয়া খারাপ দেখে ফের জট পাকানোর কাজ শুরু করেছে দলবদলু গদ্দার ও তার সহযোগীরা। আদালতে মামলা করে নিয়োগ আটকাতে ফের ষড়যন্ত্র করছে তারা। রাজ্য সরকার ছেলে-মেয়েদের চাকরি দিতে চাইছে। অথচ গোটা প্রক্রিয়া যাতে আইনি জালে জড়িয়ে নিয়োগ আটকে যায়, তারই চক্রান্ত শুরু হয়েছে। এর আগেও এই একই জিনিস করেছে বাম-বিজেপি।

আরও পড়ুন-একাধিক কর্মসূচি কাল উত্তরে মুখ্যমন্ত্রী

এ-প্রসঙ্গে কথা বলতে গিয়ে তৃণমূলের মুখপাত্র ও জনপ্রতিনিধি অরূপ চক্রবর্তী বলেন, প্রায় ৩ লক্ষের বেশি পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসেছেন। যার মধ্যে ৩১ হাজারের বেশি পরীক্ষার্থী এসেছিলেন, বিজেপি-শাসিত রাজ্য থেকে। ডাবল ইঞ্জিন উত্তরপ্রদেশ থেকে এসেছিলেন সব থেকে বেশি পরীক্ষার্থী। কারণ সেখানে রাজ্যে চাকরিবাকরি কিছুই নেই। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মা-মাটি-মানুষের রাজ্যে তারা নিজেদের স্থায়ী রোজগার খুঁজতে এসেছিলেন। এত মামলা-মোকদ্দমা-বিরোধিতা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সুষ্ঠুভাবে-সফলভাবে এসএসসির পরীক্ষা নিয়েছে। কিন্তু, রাজনৈতিক শকুনের দল তারা এই ধরনের ষড়যন্ত্র-চক্রান্ত করছে যাতে নিয়োগ আটকে যায়। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ এ-বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, যোগীরাজ্য-সহ বিজেপি-শাসিত রাজ্যগুলি থেকে আসা পরীক্ষার্থীরা বারবার বলেছেন সেসব রাজ্যের ভয়াবহ অভিজ্ঞতার কথা। উত্তরপ্রদেশ-সহ বিজেপি-শাসিত রাজ্যগুলিতে আইন-শৃঙ্খলা থেকে চাকরিবাকরি কোনও কিছুই নেই। তাদের ভরসা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা। তাই এখানে পরীক্ষা দিতে এসেছিলেন।

Latest article