বড়দিনে মেতে উঠতে তৈরি সেন্ট জোসেফ ক্যাথিড্রাল

রায়গঞ্জের ছটপরুয়া এলাকায় অবস্থিত সেন্ট জোসেফ ক্যাথিড্রাল চার্চ। রায়গঞ্জের মানুষের কাছে এই গির্জাটিই বড়দিনের উৎসবের কেদ্রবিন্দু

Must read

সংবাদদাতা, রায়গঞ্জ : পঁচিশে ডিসেম্বর, বড়দিন উপলক্ষে উৎসবে মেতে ওঠেন সমস্ত মানুষ। একই ছবি দেখা যায় রায়গঞ্জ শহরেও। রায়গঞ্জের ছটপরুয়া এলাকায় অবস্থিত সেন্ট জোসেফ ক্যাথিড্রাল চার্চ। রায়গঞ্জের মানুষের কাছে এই গির্জাটিই বড়দিনের উৎসবের কেদ্রবিন্দু। নিজ নিজ বাড়িতে ব্যক্তিগতভাবে ক্রিসমাস সেলিব্রেট করলেও এই গির্জায় একবার ঢুঁ না মারলে উৎসবের ষোলোকলা পূর্ণ হয় না। তাই প্রতি বছরের মতো এবারেও সেজে উঠছে সেন্ট জোসেফ গির্জা।

আরও পড়ুন-শ্বাসনালিতে পক্ষকাল জাঁকিয়ে জ্যান্ত জোঁক

সাফাই করা হচ্ছে মূল ফটক থেকে গোটা ভবন। রঙিন আলোরও ব্যবস্থা করা হচ্ছে। বিভিন্ন জায়গায় তৈরি হচ্ছে টেন্ট। নতুন সাজে সাজানো হচ্ছে প্রার্থনাগৃহ। প্রতি বছর সকাল থেকে রাত প্রায় কয়েক হাজার মানুষের সমাগম হয়। চার্চের ফাদার সান্দাপ্পান বলেন, প্রতিবারের মতো চব্বিশে ডিসেম্বর রাতেই হবে উৎসবের সূচনা। রাতে প্রার্থনা করে কাটা হবে কেক। আনন্দে মাতবেন সকলেই। বড়দিনকে সামনে রেখেই শহরের বিভিন্ন প্রান্তে কেকের দোকানগুলোতে বেচাকেনা শুরু হয়েছে। এবারে কেক বিক্রিও খুব ভাল হবে বলে আশাবাদী দোকানিরা।

Latest article