প্রধানমন্ত্রীর সভার পর লন্ডভন্ড স্টেডিয়াম

কী যায়-আসে তাতে? দুর্গাপুরের স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর সভার জন্য গোটা স্টেডিয়ামটি কার্যত ওলটপালট করা হয়েছে।

Must read

প্রতিবেদন : প্রধানমন্ত্রীর সভার জন্য যদি আস্ত একটি স্টেডিয়াম ধ্বংস হয় তো হোক। কী যায়-আসে তাতে? দুর্গাপুরের স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর সভার জন্য গোটা স্টেডিয়ামটি কার্যত ওলটপালট করা হয়েছে। একঝলকে দেখলে মনে হবে স্টেডিয়ামের মাঠের ওপর দিয়ে কেউ কুৎসিতভাবে বুলডোজার চালিয়েছে। গোটা ঘটনায় স্থানীয় বাসিন্দারা অত্যন্ত ক্ষুব্ধ। স্টেডিয়ামের লন্ডভন্ড ছবি দেখার পর ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা। স্থানীয় সাংসদ কীর্তি আজাদ জানিয়েছেন, এ জিনিস মানা যায় না। একটা রাজনৈতিক সভার জন্য একটা স্টেডিয়ামকে এভাবে ধ্বংস করা হবে ভাবা যায় না। আমি ভাষা হারিয়ে ফেলেছি ছবি দেখে। ছিঃ ছিঃ।

আরও পড়ুন-দিনের কবিতা

স্থানীয় তৃণমূল নেতৃত্বও বাসিন্দাদের সঙ্গে সহমত। তাঁরাও প্রয়োজনে এই ঘটনা নিয়ে জোরালো প্রতিবাদ করবেন। রাজনৈতিক সভা তো অনেক হয়, কই এভাবে তো কেউ একটা গোটা স্টেডিয়ামকে ধ্বংসস্তূপে পরিণত করে না!

Latest article