নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। চেন্নাই আন্তর্জাতিক বইমেলার সমাপ্তি অনুষ্ঠানে তিনি সাতটি ভারতীয় ভাষার জন্য জাতীয় স্তরের সাহিত্য পুরস্কার ঘোষণা করেন। ‘সেম্মোঝি সাহিত্য পুরস্কার’ (Semmozhi Literary Award) শিরোনামের এই সম্মাননাটি প্রাথমিক পর্যায়ে বাংলা, তামিল, তেলুগু, কন্নড়, মালয়ালম, ওড়িয়া এবং মারাঠি—এই সাতটি ভাষায় সাহিত্যের জন্য প্রদান করা হবে। প্রতিটি পুরস্কারের মূল্য হিসেবে ৫ লক্ষ টাকা নগদ অর্থ প্রদান করা হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন।
এই বিষয়ে স্ট্যালিন জানান, প্রতিটি ভাষার জন্য আলাদা জুরি বোর্ড গঠন করা হবে যাতে স্বচ্ছতা বজায় থাকে। গত ডিসেম্বর মাসে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের একটি নির্দেশিকার পর সাহিত্য অ্যাকাডেমি তাদের বার্ষিক পুরস্কার ঘোষণা স্থগিত করতে বাধ্য হয়। কেন্দ্রের এই পদক্ষেপকে বিপজ্জনক রাজনৈতিক হস্তক্ষেপ বলে অভিহিত করে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বলেন, সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার আদৌ প্রদান করা হবে কি না, তা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে। তিনি আরও জানান যে, দেশের বহু লেখক ও সাহিত্য সংগঠন তামিলনাড়ু সরকারকে এই পরিস্থিতির মোকাবিলায় গঠনমূলক ভূমিকা নেওয়ার অনুরোধ জানিয়েছিল।
উল্লেখ্য, সাধারণত প্রতি বছর ২৪টি ভাষায় পুরস্কার ঘোষণা করে সাহিত্য অ্যাকাডেমি। ২০২৫ সালের জন্য সমস্ত ভাষার জুরি বোর্ড ইতিমধ্যেই পুরস্কার প্রাপকদের তালিকা চূড়ান্ত করেছিল এবং গত ১৮ ডিসেম্বর তা ঘোষণার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে সংস্কৃতি মন্ত্রকের একটি সার্কুলারের কারণে সেই সাংবাদিক বৈঠক বাতিল করা হয়। ওই সার্কুলারে বলা হয়েছিল যে, সাহিত্য একাডেমি সহ চারটি স্বশাসিত সংস্থার পুরস্কার প্রদানের কাঠামো পুনর্গঠন করা হচ্ছে এবং মন্ত্রকের চূড়ান্ত অনুমোদন ছাড়া কোনো পুরস্কার ঘোষণা করা যাবে না। কেন্দ্রের এই ‘নিয়ন্ত্রণমূলক’ আচরণের পালটা জবাব হিসেবেই স্ট্যালিন এই নতুন জাতীয় পুরস্কারের কথা ঘোষণা করলেন।
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…
সংবাদদাতা, বারাসত : জনসুনামির সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসত। সোমবার বারাসতের কাছারি…
ব্যুরো রিপোর্ট: শুনানির নামে হয়রানির প্রতিবাদে রাজ্যজুড়ে গর্জে উঠেছে তৃণমূল (ECI_TMC)। সোমবার মালদহ, কোচবিহার, রায়গঞ্জে…
সংবাদদাতা, সিউড়ি : ২০১৭ থেকে সিউড়ি হাটজনবাজার রেললাইনের উপরে ওভারব্রিজের কাজ শুরু হয়েছিল। দীর্ঘ ১০…