আজ, শনিবার সকালে সুরাট (Surat) স্টেশনে তাপ্তী গঙ্গা এক্সপ্রেস ট্রেন (Tapti Ganga express train) পৌঁছয়। বিহারের ছাপড়াগামী ওই ট্রেনে উঠতে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। যাত্রীদের মধ্যে ধাক্কাধাক্কির ফলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এর পরেই জানা যায়, পদপৃষ্ট হয়ে এক যাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে। রেল বা প্রশাসনের তরফে মৃত্যুর খবর এখনও নিশ্চিত করা হয়নি।
আরও পড়ুন-ধনতেরাসে কলকাতার চাঁদনি চকে বিধ্বংসী আগুন
ইতিমধ্যেই সুরাট স্টেশনের অত্যাধিক ভিড়ের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। রেললাইনে যাত্রীদের জুতো-চটি পড়ে থাকতে দেখা যায়। তার মধ্যেই এক যাত্রীকে সংজ্ঞা হারিয়ে পড়ে যেতে দেখা যায়। অত্যাধিক ভিড় থাকার জন্য ওই যাত্রী অসুস্থ হয়ে পড়েছেন। পুলিশ কর্মীদের অসুস্থ যাত্রীদের সিপিআর দিতে দেখা যায়। খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ বাহিনী। ১০৮ টোল ফ্রি নম্বর ডায়াল করে উদ্ধারকারী দল পাঠানো হয়।