মেলবোর্ন, ৫ মার্চ : শেন ওয়ার্নের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা বিশ্ব। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন জানিয়ে দিলেন, রাষ্ট্রীয় মর্যাদায় কিংবদন্তি লেগস্পিনারের শেষকৃত্য সম্পন্ন হবে। শুধু তাই নয়, মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়ামের ঐতিহ্যশালী সাদার্ন স্ট্যান্ডের নামকরণ করা হয়েছে ওয়ার্নের নামে। এই স্ট্যান্ড পরিচিত হবে—‘দ্য এসকে ওয়ার্ন স্ট্যান্ড’। জন্মেছিলেন মেলবোর্নে। ঘরোয়া ক্রিকেটে খেলেছেন মেলবোর্নের রাজ্য দল ভিক্টোরিয়ার হয়ে। বিগ ব্যাশে খেলতেন মেলবোর্ন স্টার্সের হয়ে।
আরও পড়ুন-তদন্তে ওয়ার্নের ঘর পরীক্ষা করল পুলিশ, চেষ্টা করেও বাঁচানো যায়নি
সব মিলিয়ে এমসিজির সবুজ ঘাসের সঙ্গে জড়িয়ে রয়েছে ওয়ার্নের অজস্র কীর্তি। এই মাঠেই কেরিয়ারের একমাত্র হ্যাটট্রিক করেছিলেন সদ্যপ্রয়াত অস্ট্রেলীয় গ্রেট। ৭০০তম টেস্ট উইকেটও দখল করেছিলেন এই মাঠে। তাই ওয়ার্নকে শ্রদ্ধা জানাতে স্ট্যান্ডের নাম বদলের কথা ঘোষণা করেন ভিক্টোরিয়ার ক্রীড়ামন্ত্রী মার্টিন পাকুলা।
আরও পড়ুন-আরও বড় আঘাতের প্রস্তুতি?
শনিবার সকাল থেকেই তাই ঘরের ছেলেকে শ্রদ্ধা জানাতে এমসিজির বাইরে ওয়ার্নের স্ট্যাচুর সামনে ভিড় জমাতে শুরু করেছিলেন ভক্তরা। প্রিয় নায়কের অকাল প্রয়াণে শোকে কাতর ভক্তরা ফুল, সিগারেটের প্যাকেট, বিয়ারের ক্যান, মাংসের পাই ইত্যাদি দিয়ে শ্রদ্ধা জানান কিংবদন্তিকে।
এদিকে, প্রধানমন্ত্রী মরিসন এক বিবৃতিতে জানিয়েছেন, ‘‘শ্যেন ওয়ার্ন অস্ট্রেলিয়ার অন্যতম শ্রেষ্ঠ চরিত্র। দেশের জন্য তিনি যে সব অনন্য কীর্তি গড়েছেন, তার জন্য ওঁর শেষকৃত্য রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হবে। ওয়ার্নের পরিবারের সঙ্গে আলোচনা করেই এই বিষয়ে যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হবে।’’