দাঁড়িয়ে থেকে মেরামতির কাজ করালেন মন্ত্রী, হুগলি নদীর পাড় ধসে আতঙ্ক

নদীর ওই বাঁধ তীরবর্তী এলাকার মানুষদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করার জন্য স্থানীয় পঞ্চায়েত ও ব্লক প্রশাসনকে নির্দেশ দেন।

Must read

সৌমালি বন্দ্যোপাধ্যায়, শ্যামপুর : শ্যামপুরের বাসুদেবপুরে আচমকা হুগলি নদীর পাড় ধসে আতঙ্ক ছড়াল। সোমবার সকালে বাসুদেবপুর ও রঘুদেবপুরের মাঝের এলাকায় প্রায় ৫০ ফুটের মতো নদীর পাড় আচমকা ধসে যায়। তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে তীরবর্তী এলাকায়। বাঁধের রাস্তা দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন পঞ্চায়েত ও জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী পুলক রায়।

আরও পড়ুন-লালগড় থানার ছাদবাগানে বিরল ফুল ও সবজি

প্রশাসনিক কর্তাদের সঙ্গে কথা বলেন তিনি। নদীর ওই বাঁধ তীরবর্তী এলাকার মানুষদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করার জন্য স্থানীয় পঞ্চায়েত ও ব্লক প্রশাসনকে নির্দেশ দেন। সেচ দফতরের আধিকারিকদের সঙ্গে কথা বলে মন্ত্রী নিজে দাঁড়িয়ে থেকে ধসে-যাওয়া ওই বাঁধের মেরামতির কাজ শুরু করান। যুদ্ধকালীন তৎপরতায় বাঁধ সারানোর কাজ শুরু হয়েছে। পুলক বলেন, ‘‘জোয়ারের সময় পণ্যবাহী জাহাজগুলি বাঁধের ধার দিয়ে যায়। বন্দর কর্তৃপক্ষ হুগলি নদীর ড্রেজিং না করানোয় ওই জাহাজ বাঁধের ধার দিয়ে যাওয়ায় বাঁধের ক্ষতি হয়। তার ফলেই এমন ঘটনা ঘটছে। কেন্দ্রীয় সরকারকে এই ব্যাপারে বারবার বলা হলেও কোনও পদক্ষেপ নিচ্ছে না। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য ফের পোর্ট ট্রাস্টের কাছে আবেদন জানাচ্ছি।’’ এরই পাশাপাশি ওই নদীবাঁধ তীরবর্তী এলাকার মানুষদের জন্য জনস্বাস্থ্য কারিগরি দফতর পর্যাপ্ত পানীয় জল পাঠিয়েছে।

Latest article