চার কেন্দ্রে উপনির্বাচনের জন্য কমিশনে তারকা প্রচারকদের তালিকা জমা দিল তৃণমূল কংগ্রেস। এরই সঙ্গে
কোনও নির্বাচনই হাল্কা নয়, এই বার্তা শীর্ষ নেতৃত্বর।
পুজোর পরই ৩০ অক্টোবর রাজ্যের চার কেন্দ্রে উপনির্বাচন হবে। দিনহাটা, শান্তিপুর, খড়দা ও গোসাবা এই চার কেন্দ্রের উপনির্বাচনের জন্য নির্বাচন কমিশনের তারকা প্রচারকের তালিকা জমা দিল তৃণমূল কংগ্রেস।
দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তরফে এই তালিকা পাঠানো হয়েছে নির্বাচন কমিশনের দফতরে। তারকা প্রচারকের তালিকায় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও নাম রয়েছে দলের একাধিক সাংসদ, মন্ত্রীর। এই তালিকায় রয়েছেন দলের সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ।
আরও পড়ুন: চিকিৎসা করাতে দক্ষিণ ভারত গেলেন বিধায়ক জাকির হোসেন
দেখে নেওয়া যাক তারকা প্রচারকের তালিকায় কারা রয়েছেন—-
১. মমতা বন্দ্যোপাধ্যায়
২. সুব্রত বক্সী
৩. পার্থ চট্টোপাধ্যায়
৪. অভিষেক বন্দ্যোপাধ্যায়
৫. সুব্রত মুখোপাধ্যায়
৬. সৌগত রায়
৭. ফিরহাদ হাকিম
৮.অরূপ বিশ্বাস
৯. সায়নী ঘোষ
১০. জুন মালিয়া
১১. দীপক অধিকারী (দেব)
১২. সোহম চক্রবর্তী
১৩. চন্দ্রিমা ভট্টাচার্য
১৪. শতাব্দী রায়
১৫. রাজ চক্রবর্তী
১৬. কুণাল ঘোষ
১৭. সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়
১৮. অদিতি মুন্সি
১৯. মিমি চক্রবর্তী
২০ মনোজ তিওয়ারি
ভবানীপুরে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপনির্বাচনে দলের শীর্ষ নেতৃত্ব যে গুরুত্ব সহকারে প্রচার করেছিল, এই চার কেন্দ্রের উপনির্বাচনেও যে একই রকম গুরুত্ব দিচ্ছে তা এই তালিকা থেকেই পরিস্কার। দলের শীর্ষ নেতৃত্ব চার কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের নাম ঘোষণার পরপরই একটাই বার্তা দলের নেতা-কর্মীদের দিয়েছেন, বাংলায় বিপুল জনাদেশ নিয়ে দল সরকারে এসেছে। সদ্য ভবানীপুর সহ জঙ্গিপুর ও সামশেরগঞ্জেও ভালো ব্যবধানে দলের প্রার্থীরা জিতেছেন। কিন্তু এতে আত্মতুষ্টির কোনও জায়গা নেই। ৩০ অক্টোবর এই চার কেন্দ্রের উপনির্বাচনেও দলের নেতা-কর্মীদের সবটা উজাড় করেই নির্বাচনি কর্মসূচি নিতে হবে।
ইতিমধ্যেই এই চার কেন্দ্রে স্থানীয় স্তরে প্রচার শুরু হয়েছে। মনোনয়ন পর্বও সারা। পুজোর কটা দিন বাদ দিয়ে শারদোৎসব শেষে আবার নির্বাচনের কাজে ঝাঁপিয়ে পড়বে দলের নেতা-কর্মীরা।