স্টার অব গভর্নেন্স- স্কচ “অ্যাওয়ার্ড পেল রাজ্যের শিক্ষা দফতর, শুভেচ্ছাবার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের

সারা দেশ জুড়ে সবকটি রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা প্রথম স্থান অধিকার করেছে "স্কচ স্টেট অফ গভর্নেন্স রিপোর্ট ২০২১" এই ক্যাটাগরিতে।

Must read

শিক্ষায় স্বীকৃতি পেল রাজ্যের। স্টার অব গভর্নেন্স- স্কচ “অ্যাওয়ার্ড পেল রাজ্যের শিক্ষা দফতর। জানা গিয়েছে ১৮ ই জুন নয়াদিল্লিতে এই সম্মান তুলে দেওয়া হবে রাজ্যকে। আজই এই সুখবর প্রকাশ্যে আসে। সারা দেশ জুড়ে সবকটি রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা প্রথম স্থান অধিকার করেছে “স্কচ স্টেট অফ গভর্নেন্স রিপোর্ট ২০২১” এই ক্যাটাগরিতে। সেই কারণেই এই সম্মান দেওয়া হয়েছে রাজ্যের শিক্ষা দফতরকে।

আরও পড়ুন-মোহনবাগানে সই আশিস রাইয়ের; নকআউটে আরও ভাল খেলব : জুয়ান

এই প্রথম নয়, এর আগেও রাজ্য বেশ কিছু ক্ষেত্রে ভালো কাজের জন্য স্কচ অ্যাওয়ার্ড পেয়েছে। রাজ্যের অর্থ দফতর থেকে শুরু করে নারী ও শিশু কল্যাণ দফতরও পেয়েছে এই স্কচ আওয়ার্ড। রাজ্যের শিক্ষা দফতর ২০২১ সালের কাজের জন্য এই সম্মান পাচ্ছে। আজই আনুষ্ঠানিকভাবে রাজ্যকে দিল্লিতে এই সন্মান নেওয়ার জন্য আমন্ত্রণ জানান হল । ফিল্ড রিপোর্ট, রাজ্যের শিক্ষা নিয়ে ফিডব্যাক, বুনিয়াদি শিক্ষার ওপর নির্ভর করে এই সম্মান দেওয়া হচ্ছে।

আরও পড়ুন-ঋদ্ধিকে আর বলব না : অরুণলাল

করোনাকালে ভাল কাজের স্বীকৃতি হিসেবে স্কচ অ্যাওয়ার্ড পেয়েছে রাজ্যের শিক্ষা এবং পর্যটন দফতর। করোনার সময়ও পড়ুয়াদের জন্য ভালো কাজ করা ও শিক্ষা বিস্তারের স্বীকৃতি হিসেবে এই আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে রাজ্যের শিক্ষা দফতর । এদিন এই উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের টুইট বার্তায় শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লেখেন, ‘ইন্ডিয়া গভর্ন্যান্স ফোরাম’-এর অংশ হিসেবে ১৮ জুন ২০২২এ পশ্চিমবঙ্গকে ‘স্টার অফ গভর্নেন্স-স্কচ অ্যাওয়ার্ড’ দেওয়া হবে। শিক্ষা পশ্চিমবঙ্গ টিমকে আমার অভিনন্দন ও শুভেচ্ছা।’

 

Latest article