আগেই উদ্বোধন হয়েছিল। এবার শুরু হল যাত্রী পরিষেবা। আজ, বৃহস্পতিবার থেকে শিয়ালদহ মেট্রো (Sealdah-Sector V Metro) স্টেশনে শুরু হল যাত্রী পরিষেবা। সকাল ৬টা ৫৫ মিনিটে ছেড়েছে প্রথম মেট্রো। মেট্রো পরিষেবা চালু হওয়াকে কেন্দ্র করে যাত্রীদের মধ্যে উন্মাদনা।
আজ থেকে যাত্রী নিয়ে গন্তব্যে ছুটল শিয়ালদহ- সেক্টর ফাইভ (Sealdah-Sector V Metro) রুটের এসি রেক। শিয়ালদহ স্টেশন থেকে সল্টলেক সেক্টর ফাইভের মধ্যে দিনে ১০০ টি মেট্রো পরিষেবা পাওয়া যাবে। ৫০ টি মেট্রো চলবে শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত এবং ৫০ টি চলবে সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ মেট্রো স্টেশন পর্যন্ত। তবে রবিবার কোনও মেট্রো চলবে না। রবিবার সম্পূর্ণ বন্ধ থাকবে পরিষেবা।
একনজরে দেখে নিন এই নয়া রুটের মেট্রোর সূচী, শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো পরিষেবা:
সকাল ৬ টা ৫৫ মিনিট থেকে ৮ টা ৫৫ মিনিট পর্যন্ত ২০ মিনিট অন্তর মেট্রো পরিষেবা পাওয়া যাবে।
সকাল ৮ টা ৫৫ মিনিট থেকে বেলা ১০ টা ৫৫ মিনিট পর্যন্ত ১৫ মিনিট অন্তর মেট্রো পরিষেবা পাওয়া যাবে।
বেলা ১০ টা ৫৫ মিনিট থেকে বিকেল ৪ টে ৫৫ মিনিট পর্যন্ত ২০ মিনিট অন্তর মেট্রো পরিষেবা মিলবে।
আরও পড়ুন: শ্রীলঙ্কার পরবর্তী প্রেসিডেন্ট কি সাজিথ?
বিকেল ৪ টে ৫৫ মিনিট থেকে সন্ধে ৭ টা ৫৫ মিনিট পর্যন্ত ১৫ মিনিট অন্তর মেট্রো পরিষেবা পাওয়া যাবে।
সন্ধে ৭ টা ৫৫ মিনিট থেকে রাত ৯ টা ৩৫ মিনিট পর্যন্ত ২০ মিনিট অন্তর মিলবে মেট্রো রেল পরিষেবা।
সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ পর্যন্ত মেট্রো পরিষেবা:
সকাল ৭ টা থেকে ৯ টা পর্যন্ত ২০ মিনিট অন্তর মেট্রো রেল পরিষেবা পাওয়া যাবে।
সকাল ৯ টা থেকে বেলা ১১ টা পর্যন্ত অফিস টাইমে ১৫ মিনিট অন্তর মেট্রো পরিষেবা পাওয়া যাবে।
বেলা ১১ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ২০ মিনিট অন্তর মেট্রো পরিষেবা পাওয়া যাবে।
বিকেল ৫ টা থেকে রাত ৮ টা পর্যন্ত ১৫ মিনিট অন্তর থাকছে মেট্রো।
রাত ৮ টা থেকে রাত ৯ টা ৪০ মিনিট পর্যন্ত ২০ মিনিট অন্তর মিলবে মেট্রো রেল পরিষেবা।