Dharna: আগামীকাল থেকে গান্ধী মূর্তির সামনে ধর্নায় ১২ বিরোধী সাংসদ

২ তৃণমূল সাংসদ দোলা সেন এবং শান্তা ছেত্রী-সহ রাজ্যসভার ১২ জন সাংসদকে সাসপেন্ড করার জন্য ডেপুটি চেয়ারম্যানকে চিঠি লিখে সুপারিশ করেছেন সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশি

Must read

আগামীকাল ১লা ডিসেম্বর থেকে, সকাল ১০ টা থেকে সোম-শুক্র ৬ টা পর্যন্ত- রাজ্যসভা থেকে বরখাস্ত করা ১২ বিরোধী সাংসদ মহাত্মা গান্ধী মূর্তির সামনে ধর্নায় বসবেন। এই কথা নিজের টুইটার হ্যান্ডেলে জানিয়ে দিলেন ডেরেক ও ব্রায়ান।

আরও পড়ুন-KMC 131: অভিভাবকহীন শোভনের কাননে জোড়াফুল ফোটানোর দায়িত্ব এবার রত্নার

প্রসঙ্গত বাদল অধিবেশনে পেগাসাসকাণ্ড নিয়ে ওয়েলে নেমে বিক্ষোভ দেখিয়েছিলেন বিরোধী দলের সাংসদরা। সেই ঘটনার জেরে সোমবার চলতি শীতকালীন অধিবেশনের শুরুর দিনেই ১২ জন সাংসদের বিরুদ্ধে অবাক করা সিদ্ধান্ত। ২ তৃণমূল সাংসদ দোলা সেন এবং শান্তা ছেত্রী-সহ রাজ্যসভার ১২ জন সাংসদকে গোটা শীতকালীন অধিবেশনে সাসপেন্ড করার জন্য ডেপুটি চেয়ারম্যানকে চিঠি লিখে সুপারিশ করেছেন সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশি। দোলা সেন ও শান্তা ছেত্রী ছাড়াও সাসপেন্ড হওয়া সাংসদদের মধ্যে রয়েছেন সিপিএম, সিপিআই, কংগ্রেস ও শিবসেনার ১০ সদস্য।

 

 

Latest article