প্রতিবেদন : স্কুলগুলোর দৈনন্দিন খরচ চালানোর জন্য কম্পোজিট গ্রান্টের (composite grants) খাতে কেন্দ্রের তরফে ৬০ শতাংশ এবং রাজ্যের তরফে ৪০ শতাংশ টাকা দেওয়ার কথা। কিন্তু রাজ্যকে বঞ্চনার শিকার করে এক পয়সাও দেয়নি কেন্দ্র। ফলে খরচ চালাতে হিমশিম খাচ্ছে স্কুলগুলি। এই পরিস্থিতিতে এগিয়ে এল রাজ্য সরকার। স্কুলগুলির দৈনন্দিন খরচ চালাতে ৫০ শতাংশ টাকা বরাদ্দ করেছে রাজ্য। অর্থের হিসেবে এই টাকার অঙ্ক ১০৩ কোটি। এক্ষেত্রে একটি ভাগ রয়েছে পড়ুয়া অনুযায়ী স্কুলগুলোকে টাকার পরিমাণ দেওয়া হবে। সেক্ষেত্রে একটি তালিকাও প্রকাশ করেছে রাজ্য সরকার।
আরও পড়ুন- জয়ের হ্যাটট্রিকে লিগ শীর্ষে ডায়মন্ড হারবার, আই লিগ দ্বিতীয় ডিভিশন
যেসমস্ত স্কুলে পড়ুয়ার সংখ্যা ১ থেকে ৩০, তাদের অনুদান মিলবে ১০ হাজার টাকা। পড়ুয়াদের সংখ্যা ৩১ থেকে ১০০ হলে ২৫ হাজার টাকা পাবে স্কুলগুলি। ১০১ থেকে ২৫০ জনের জন্য ৫০ হাজার টাকা এবং ২৫১ থেকে ১,০০০ জন পড়ুয়াবিশিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বরাদ্দ হবে ৭৫ হাজার টাকা। এর আগে হাইস্কুলের জন্য ২৫ শতাংশ বরাদ্দ করা হয়েছিল। কিন্তু আকাশছোঁয়া মূল্যবৃদ্ধির কারণে বেশির ভাগ স্কুল চক-ডাস্টারের মতো সামগ্রীই কিনতে পারছিল না, এমনও অভিযোগ উঠেছে। এমনকী বিদ্যুতের বিলও বকেয়া রয়েছে বহু স্কুলেই। এই পরিস্থিতিতে স্কুলগুলির মান উন্নয়ন করতে এগিয়ে এল রাজ্য সরকার।