রাজ্যের প্রাচীনতম পাটশিল্প (jute industry) কেন্দ্রগুলির অন্যতম বজবজের নিউ সেন্ট্রাল জুট মিলের পুনরুজ্জীবনের লক্ষ্যে রাজ্য সরকার পরামর্শদাতা নিয়োগ করছে। রাজ্যের সরকারি উদ্যোগ ও শিল্প পুনর্গঠন দফতর ইতিমধ্যেই এই পরামর্শদাতা বা ট্রান্সঅ্যাকশন অ্যাডভাইজর নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। সংশ্লিষ্ট ব্যক্তি মিল পুনরুজ্জীবনের রূপরেখা তৈরি ও বাস্তবায়নের দায়িত্বে থাকবেন। সরকারি সূত্রে খবর, ট্রান্সঅ্যাকশন অ্যাডভাইজর মিলটির কার্যক্রমের পূর্ণ ইতিহাস বিশ্লেষণ করবেন, পাট শিল্প ও তার সহযোগী ক্ষেত্রের বাজার অবস্থা পর্যালোচনা করবেন, ঋণদাতা ও অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তি ও সংস্থার সঙ্গে পরামর্শ করে বিস্তারিত পুনরুজ্জীবন পরিকল্পনা তৈরি করবেন, যা পরবর্তীতে মন্ত্রিসভা অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। সেই রিপোর্টের ভিত্তিতে পুনরুজ্জীবন কার্যকর করতে উপযুক্ত অপারেটর বা অর্থনৈতিক অংশীদার নির্বাচন করা হবে।
আরও পড়ুন- ক্যানিংগামী লোকালে আগুন, নামানো হল যাত্রীদের
কলকাতা হাইকোর্ট গত ১২ মার্চ সরকারকে ওই জুট মিল উদযাপনে আইন অনুযায়ী প্রয়োজনীয় পুনরুজ্জীবনমূলক পদক্ষেপ নেওয়ার স্বাধীনতা দেয়। সংশ্লিষ্ট মামলায় রাজ্য সরকার, ন্যায্য ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে একটি পুনরুজ্জীবন পরিকল্পনা তৈরি করতে আগ্রহের কথা জানায়। রাজ্য সরকারের আশা, এই পরিকল্পনা সফল হলে তা পাট শিল্পের(jute industry) অন্যান্য বন্ধ শিল্প ইউনিট পুনর্গঠনের ক্ষেত্রেও এক আদর্শ মডেল হয়ে উঠবে।