ভস্মীভূত স্টেট ব্যাঙ্কের ঢাকুরিয়া শাখা

এই ব্যাঙ্কেরই একটি শাখার দ্বিতীয় তলায় আগুন লাগার ঘটনা ঘটে। প্লাইউডের আসবাব থাকায় আগুন সেই তলাতে দ্রুত ছড়ায়।

Must read

বুধবার সাত সকালে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায় আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়াল ঢাকুরিয়া এলাকায়। স্টেট ব্যাঙ্কের ঢাকুরিয়া শাখার দফতরে আগুন লাগার ঘটনায় দমকল বাহিনীর দ্রুত তৎপরতায় বড়োসড়ো ক্ষয়ক্ষতি এড়ানো গিয়েছে। প্রায় দু ঘন্টার চেষ্টায় সম্পূর্ণভাবে ব্যাঙ্কের একটি তলার মধ্যেই নিয়ন্ত্রণ করা গিয়েছে আগুনকে। ব্যাঙ্ক কর্তৃপক্ষের দাবি, কোনও গুরুত্বপূর্ণ নথি আগুনে ক্ষতিগ্রস্ত হয়নি।

আরও পড়ুন-ক্যানাডায় খুন ভারতীয় ব্যবসায়ী, দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের

বুধবার ভোর ৬টা নাগাদ স্টেট ব্যাঙ্কের ঢাকুরিয়া শাখায় আগুন লাগে। এই এলাকায় পাশাপাশি ব্যাঙ্কের দুটি দফতর রয়েছে। এই ব্যাঙ্কেরই একটি শাখার দ্বিতীয় তলায় আগুন লাগার ঘটনা ঘটে। প্লাইউডের আসবাব থাকায় আগুন সেই তলাতে দ্রুত ছড়ায়। তবে আগুন নেভাতে এক সঙ্গে দমকলের ৬টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। দুপাশ থেকে আগুন নেভানোর পাশাপাশি নিচে থেকে কুলিংয়ের কাজও দ্রুত শুরু করা হয়।

দমকলের তৎপরতায় দ্বিতীয় তলা থেকে প্রথম তলায় আগুন ছড়ায়নি। দ্রুত আগুন নিয়ন্ত্রণেও আসে। ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছেন, তাদের লকার এবং গ্রাহকদের যাবতীয় গুরুত্বপূর্ণ সঞ্চয় ও নথি একতলায় থাকে। কিন্তু একতলায় আগুন না ছড়ানোয় সেইসব গুরুত্বপূর্ণ নথি একেবারেই নিরাপদ রয়েছে।

আরও পড়ুন-পার্কস্ট্রিট হোটেলে দেহ উদ্ধার ঘটনায় ওড়িশা থেকে দুই মূল অভিযুক্ত কলকাতা পুলিশের জালে

শর্ট সার্কিট না অন্য কোনও কারণে এই আগুন ছড়িয়েছিল, তা সম্পূর্ণভাবে আগুন নেভার পর দমকলের তদন্তেই উঠে আসবে। তবে দ্বিতীয় তলায় ব্যাংকের আসবাবে আগুন লাগায় নিরাপদ গ্রাহকের নথি, দাবি দমকলের। অন্যদিকে আশেপাশে বেশ কয়েকটি বহুতল থাকায় বাসিন্দারা আগুনের আতঙ্কে ভুগছিলেন। কিন্তু দমকলের তৎপরতার কারণে আগুন দ্রুত নিয়ন্ত্রণ সম্ভব হওয়ায় নিশ্চিন্ত স্থানীয় বাসিন্দারা।

Latest article