প্রতিবেদন : রাজ্যের দুই তথ্য কমিশনার (IC) পদে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। রাজ্য কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতর এক বিজ্ঞপ্তিতে যোগ্য প্রার্থীদের ১১ ফেব্রুয়ারির মধ্যে আবেদন করার নির্দেশ দিয়েছে। প্রশাসন, সমাজসেবা, আইন, বিজ্ঞান ও প্রযুক্তি প্রভৃতি জ্ঞান ও কাজের অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিত্বরা রাজ্য তথ্য কমিশনার পদে নিয়োগের জন্য আবেদন করতে পারবেন। সাধারণত অবসরপ্রাপ্ত আইএএস এবং আইপিএস আধিকারিকরা তথ্য কমিশনের মুখ্য ও অন্যান্য কমিশনার পদে নিযুক্ত হন। আবেদন জমা পড়ার পর বিশেষ নিয়োগ কমিটি বৈঠকে বসে তথ্য কমিশনারদের নাম চূড়ান্ত করবে। এই নিয়োগ কমিটির প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মনোনীত একজন ক্যাবিনেট মন্ত্রী এবং বিরোধী দলনেতা কমিটির সদস্য। এই কমিটি আবেদনকারীদের মধ্যে থেকে প্রাথমিক বাছাই করে প্রথমে একটি তালিকা তৈরি করে। তারপর কমিটি বৈঠকে বসে চূড়ান্ত তালিকা তৈরি করে রাজ্যপালের অনুমোদনের জন্য পাঠায়। রাজ্য পুলিসের অবসরপ্রাপ্ত ডিজি বীরেন্দ্র এখন মুখ্য কমিশনার পদে আছেন। তথ্য কমিশনার পদে আছেন অবসরপ্রাপ্ত আইএএস নবীন প্রকাশ।