বঙ্গ

আগামিকাল পেশ রাজ্য বাজেট

প্রতিবেদন : আগামিকাল বুধবার পেশ হবে রাজ্য বাজেট (West Bengal Budget)। বিকেল ৪টেয় বিধানসভায় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তার আগে বিকেল ৩-৪৫-এ বিধানসভাতেই হবে মন্ত্রিসভার বৈঠক। রীতিমাফিক এই বৈঠকেই পাশ করানো হবে রাজ্য বাজেট। ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের এটিই শেষ পূর্ণাঙ্গ বাজেট। আগামী বছর নির্বাচনের আগে শুধু ভোট অন অ্যাকাউন্ট হবে। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার বিধানসভায় তৃণমূল পরিষদীয় দলের বৈঠকে স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন, সবকিছু একপাশে সরিয়ে রেখে একযোগে বিধানসভার নির্বাচনের জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে দলকে। রাজনৈতিক প্রতিহিংসার কারণে কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের জন্য সামাজিক প্রকল্পগুলি একটিও বন্ধ করেননি। বরং উত্তরোত্তর এই প্রকল্পের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। উপকৃত হচ্ছেন কয়েক কোটি মানুষ। বিশেষ করে বাংলার গ্রামীণ অঞ্চলে খেটে-খাওয়া মানুষের মধ্যে এবং প্রান্তিক মানুষের কাছে এই সামাজিক প্রকল্পগুলির গ্রহণযোগ্যতা ও প্রয়োজনীয়তা প্রশ্নাতীত। এবারের বাজেটেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সামাজিক প্রকল্পে কত বরাদ্দ রাখছেন বা বাড়াচ্ছেন সেদিকেও লক্ষ্য থাকবে সকলের। রাজ্য জুড়ে যে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে সেসব খাতেও নতুন কী বরাদ্দ আসছে, অথবা কোন খাতে বাজেট-বরাদ্দ বাড়ছে, তার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ পাওয়া যাবে অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতায়।

আরও পড়ুন- হাসপাতালের ইন্টারনেট ব্যবহারে রাশ কর্তৃপক্ষের

কেন্দ্রীয় বাজেটে বাংলার (West Bengal Budget) জন্য কিছুই জোটেনি। বাংলাকে কার্যত অবহেলাই করা হয়েছে। এই প্রেক্ষিতে বাংলার মানুষের জন্য তাদের পাহারাদার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মা-মাটি-মানুষের সরকার। অর্থ প্রতিমন্ত্রী বাজেটে কী কী ঘোষণা করেন, তা জানতে আগ্রহী বাংলার মানুষ। লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী— এই জনপ্রিয় প্রকল্পগুলির সঙ্গে সবুজসাথীর সাইকেল, মিড-ডে মিল, বিধবা ভাতা বার্ধক্য ভাতা, সংখ্যালঘুদের জন্য বরাদ্দ-সহ একাধিক বিষয়ে চোখ থাকবে সকলের। উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলের জন্য বিশেষ করে চা-বাগান এলাকায় যেভাবে রাজ্য সরকার পাট্টা এবং চা-সুন্দরী প্রকল্পের কাজে ভরিয়ে রেখেছেন সেখানেও নজর থাকবে। রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে বিনিয়োগের মান বেড়েছে বহুগুণ। বাজির বরাদ্দও বেড়েছে। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে এ-রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে বিনিয়োগ বেড়েছে কয়েকশো গুণ। এই প্রেক্ষিতে রাজ্য সরকারের চিন্তাভাবনা বাজেটের মধ্যে দিয়ে প্রকাশ পাবে। আগামী কাল বাংলার পাহাড় থেকে সাগর, কোচবিহার থেকে কাকদ্বীপে মানুষ অপেক্ষায় থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের এই পূর্ণাঙ্গ বাজেটে কোথায় কী বরাদ্দ হল তা জানতে।

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

3 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

3 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

3 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

3 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

3 hours ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

3 hours ago