আগামীকাল, শুক্রবার ১৫ আগস্ট দেশজুড়ে পালিত হবে ভারতের ৭৯তম স্বাধীনতা দিবস (Independence day)। এর মধ্যেই ১৬ অগস্ট, শনিবার রাজ্য সরকার জন্মাষ্টমীর (Janmastami) দিন ছুটি ঘোষণা করল। শনিবার নিয়ম অনুযায়ী সরকারি অফিস বন্ধ থাকে। স্কুল-কলেজগুলি খোলা থাকার কথা থাকলেও এই নির্দেশের পরে এবার বন্ধ থাকবে রাজ্যের সব সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলি। ইতিমধ্যেই জন্মাষ্টমীর ছুটির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্য সরকার। গত বছরের একটি নোটিসে ১৫ অগস্ট, শুক্রবার জন্মাষ্টমী হিসেবে ঘোষণা করা হয়েছিল। পরে যদিও রাজ্য সরকারের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়, ১৬ অগস্ট অর্থাৎ শনিবার জন্মাষ্টমী উদযাপন করা হবে। এনআই অ্যাক্টে ছুটি ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুন-এসআইআর : শেষ দেখে ছাড়বে তৃণমূল, হুঁশিয়ারি অভিষেকের
অতএব এদিন ছুটি থাকছে রাজ্য সরকারের সব অফিস, স্থানীয় প্রশাসনিক অফিস, যেকোন স্ট্যাটুটারি বডি, যে কোনও বোর্ড কর্পোরেশন, রাজ্য সরকারের অধীনে থাকা সংস্থা ও শিক্ষা প্রতিষ্ঠান।