রামনবমীতে (Ram Navami) ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে অর্থ দফতর। এই প্রথম রামনবনীতে ছুটি থাকছে বাংলা। আগামী ১৭ এপ্রিল রামনবমী। ওই দিন জরুরি পরিষেবা বাদ দিয়ে রাজ্য সরকারি এবং সরকার পোষিত সমস্ত প্রতিষ্ঠানে ছুটি থাকবে। এছাড়া ওইদিন সমস্ত সরকারি ও সরকার পোষিত স্কুল, কলেজ সহ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। বস্তুত, গত কয়েক বছর ধরেই রামনবমীকে (Ram Navami) কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন এলাকায় উত্তজনাকর পরিস্থিতি তৈরি হচ্ছে। গত বছরও রিষড়া এবং হাওড়ায় হিংসার ঘটনা ঘটেছিল। তার জেরে আদালতের নির্দেশে হনুমান জয়ন্তীতে বেশ কিছু স্পর্শকাতর এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল।
আরও পড়ুন-বিশ্ববিদ্যালয়গুলির স্থায়ী উপাচার্য নিয়োগ নিয়ে রাজভবনকে কড়া চিঠি উচ্চশিক্ষা দফতরের