এস আই আর আবহে রাজ্যের (State Election Commission) মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর পুরনো ওয়েবসাইট বাতিল করে নতুন ওয়েবসাইট চালু করেছে। ceowestbengal.wb.gov.in/ এই ওয়েবসাইট থেকেই ২০০২ সালের সম্পূর্ণ ভোটার তালিকা পাওয়া যাবে। পাশাপাশি এসআইআর সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়া যাবে।
গত ২৭ এ অক্টোবর ভোটার তালিকায় বিশেষনিবিড় সংশোধন বা এসআইআর। তার পরদিন থেকেই রাজ্যের সিইও দফতরের ওয়েবসাইটটিটে সমস্যা দেখা যায়। তা নিয়ে ক্ষোভও তৈরি হয়েছিল জনগণের মধ্যে। কারণ, বহু মানুষই ২০০২ সালের ভোটার তালিকা দেখতে চাইছিলেন, যা ওই ওয়েবসাইট থেকে পাওয়ার কথা ছিল। সেই ওয়েবসাইট অকেজো হয়ে পড়ায় তা সম্ভব হচ্ছিল না।এই পরিস্থিতিতে নতুন ওয়েবসাইট চালু করল সিইও দফতর।
আরও পড়ুন- ডেঙ্গি দমনে জোর রাজ্যের! স্বাস্থ্যদফতরের খরচ প্রায় ৭৫০ কোটি টাকা




