রেলের অভিযোগ ওড়াল রাজ্যের বিদ্যুৎ দফতর

যাতে কোনও দুর্ঘটনা না ঘটে, সেদিকে জোর দেওয়া হয়েছে। বারুইপুর শহরে এই কাজ করা হয়েছে বারুইপুর পুরসভার অনুমতি নিয়েই।

Must read

প্রতিবেদন : রেলের সিগন্যাল কেবল ক্ষতিগ্রস্ত করার অভিযোগ ওড়াল ডব্লিউবিএসইডিসিএল। সংস্থার স্পষ্ট বক্তব্য, ওভারহেড তারের বদলে আন্ডারগ্রাউন্ড কেবল সিস্টেম করা হয়েছে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখে। যাতে কোনও দুর্ঘটনা না ঘটে, সেদিকে জোর দেওয়া হয়েছে। বারুইপুর শহরে এই কাজ করা হয়েছে বারুইপুর পুরসভার অনুমতি নিয়েই। তার জন্য যথাযথ রোড রেস্টরেশন চার্জও দেওয়া হয়েছে। যে ঘটনার কথা বলা হচ্ছে, সেটি বারুইপুর পুরসভার ১৭ নং ওয়ার্ডে।

আরও পড়ুন-সংসদের বাদল অধিবেশনের মেয়াদ বৃদ্ধি, সংশয় তৃণমূলের

ডব্লিউবিএসইডিসিএল পুরোদস্তুর পাওয়ার কেবিলের কাজ করার আগে সবদিক পরীক্ষা করেই এগিয়েছিল। সেইসময় অন্য কোনও কেবল চোখে পড়েনি সেখানে। এটা দুর্ভাগ্যজনক এবং আশাতীত যে রেলের সিগন্যাল কেবল রাস্তার উপর রয়েছে এবং বারুইপুর পুরসভাকে তা দেখভাল করতে হচ্ছে। ডব্লিউবিএসইডিসিএল-এর বক্তব্য, পাওয়ার কেবল বসানোর কাজ করা হয়েছে সমস্ত স্ট্যান্ডার্ড প্রোটোকল মেনেই। গোটা বিষয়টি যৌথ পরিদর্শনের মাধ্যমে। তবে ডব্লিউবিএসইডিসিএল রেলের এই অভিযোগ ঠিক নয় বলেই মনে করে।

Latest article