পর্যটন ও বন নিরাপত্তায় জোর রাজ্যের

এই টাওয়ারগুলি এমনভাবে তৈরি হবে, যেন তারা সুন্দরবনের ম্যানগ্রোভ গাছের মতো—প্রকৃতির সঙ্গে মিশে থেকে ঝড়ের মুখেও দৃঢ়ভাবে টিকে থাকতে পারে।

Must read

প্রতিবেদন : সুন্দরবনে তৈরি হতে চলেছে রাজ্যের প্রথম ঝড়-প্রতিরোধী অত্যাধুনিক ওয়াচটাওয়ার। পরীক্ষামূলকভাবে ক্যানিংয়ের মৌখালি সেতুর কাছেই এই টাওয়ার গড়ে তোলার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। নিরাপত্তা জোরদার করা এবং পাশাপাশি পরিবেশবান্ধব পর্যটনকে আরও প্রসারিত করাই লক্ষ্য। সুন্দরবন উন্নয়ন পর্ষদ ইতিমধ্যেই এই প্রকল্পের জন্য দরপত্র আহ্বান করেছে।

আরও পড়ুন-এসআইআর সহায়তা শিবিরে শতাব্দী, হয়রানি ছাড়া কিছুই দিতে পারেনি কেন্দ্র

ঝড়-প্রতিরোধী অত্যাধুনিক ওয়াচটাওয়ার নির্মাণ শুরু হওয়ার আগে মাটি পরীক্ষা, স্থাপত্য ও কাঠামোগত নকশা এবং বিস্তারিত প্রকল্প রিপোর্ট তৈরি করে তা বিশেষজ্ঞ সংস্থাকে দিয়ে যাচাই করানোর নির্দেশ দেওয়া হয়েছে। বিদ্যুৎ সংযোগ-সংক্রান্ত আনুমানিক হিসেবও অনুমোদন সাপেক্ষে ডিপিআরে অন্তর্ভুক্ত করতে হবে। প্রকল্পের পরিবেশগত প্রভাব ও দীর্ঘমেয়াদি সুফল সম্পর্কেও বিস্তারিত বিশ্লেষণ থাকবে প্রতিবেদনে। প্রস্তাবিত টাওয়ারটি দ্বৈত উদ্দেশ্যে ব্যবহার করা হবে। এক, বনরক্ষীরা এখান থেকে বন্যপ্রাণী— বিশেষ করে বাঘ ও হরিণের গতিবিধি পর্যবেক্ষণ করতে পারবেন। দুই, আবার পর্যটকেরা নিরাপদ দূরত্বে থেকে ম্যানগ্রোভ অরণ্যের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এই ওয়াচ টাওয়ার একদিকে যেমন নিরাপত্তা কাঠামো হিসেবে কাজ করবে, তেমনি এটি হবে একটি পর্যবেক্ষণ কেন্দ্র। এতে দূরবর্তী অঞ্চলগুলির ওপর নজরদারি আরও বাড়বে, অথচ পরিবেশের ভারসাম্য নষ্ট হবে না।

আরও পড়ুন-শিল্পবান্ধব পরিবেশ গড়তে একজোট হলদিয়া উন্নয়ন পর্ষদ

মৌখালি সেতুর কাছাকাছি ক্যানিং–১ ও ক্যানিং–২ ব্লকের সংযুক্ত এলাকায় টাওয়ারটি নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। নদী ও বনের সংযোগ অঞ্চলের কাছাকাছি হওয়ায় স্থানটি কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ। ডিপিআর তৈরির কাজ টেন্ডার বরাদ্দের ৪৫ দিনের মধ্যেই শেষ করতে হবে। তারপরই পরিবেশবিধি মেনে নির্মাণকাজ শুরু হবে। মাটির গুণাগুণ অনুযায়ী টাওয়ারের ভিত্তি ও কাঠামোর নকশা নির্ধারণ করা হবে, যাতে এটি দীর্ঘস্থায়ী ও ঘূর্ণিঝড় সহনশীল হয়। প্রকল্পে আধুনিক আলোকসজ্জা ও যোগাযোগব্যবস্থা স্থাপনের প্রস্তাবও থাকছে। এই টাওয়ারগুলি এমনভাবে তৈরি হবে, যেন তারা সুন্দরবনের ম্যানগ্রোভ গাছের মতো—প্রকৃতির সঙ্গে মিশে থেকে ঝড়ের মুখেও দৃঢ়ভাবে টিকে থাকতে পারে।

Latest article