প্রতিবেদন : রাজ্যে নিয়মবহির্ভূতভাবে বাড়ি তৈরি আটকাতে রাজ্য সরকার (West Bengal Government) আধিকারিক ও বিশেষজ্ঞদের নিয়ে রাজ্যস্তরের কমিটি তৈরি করেছে। পুর ও নগরোন্নয়ন দফতরের অতিরিক্ত সচিব অরূপরতন মুখোপাধ্যায়ের নেতৃত্বে আট সদস্যের এই কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে দফতরের মুখ্য আইনি আধিকারিক, চিফ টাউন প্ল্যানার, সংশ্লিষ্ট বিভাগের চিফ ইঞ্জিনিয়ার ছাড়াও খড়্গপুর আইআইটির ডিপার্টমেন্ট অব আর্কিটেকচার অ্যান্ড রিজিওনাল প্ল্যানিংয়ের প্রাক্তন বিভাগীয় প্রধান বিপ্লবকান্তি সেনগুপ্তকে রাখা হয়েছে। পাশাপাশি আরও দুই বিশেষজ্ঞ স্থপতিকে এই কমিটিতে রাখা হয়েছে। পুরসভার অনুমোদিত বিল্ডিং প্ল্যান লঙ্ঘন করে কোনও নির্মাণ হলে সংশ্লিষ্ট পুর কর্তৃপক্ষ বিষয়টি এই কমিটির কাছে পাঠাতে পারেন। অনুমোদন ছাড়া বা বেআইনিভাবে কোনও নির্মাণকাজ হয়ে থাকলে সেক্ষেত্রে তা যাচাই করতে পারে এই কমিটি। বিষয়টির নিষ্পত্তি তখন কীভাবে করা সম্ভব, সেই বিষয়েও মতামত দিতে পারে এই কমিটি। এমনকী, প্রযুক্তিগত পরামর্শের জন্যও এই কমিটির মতামত নেওয়া যাবে। সেক্ষেত্রে সংশ্লিষ্ট পুরসভার কমিশনার বা এগজিকিউটিভ অফিসার বা টেকনিক্যাল অফিসারকেও এই কমিটি বৈঠকে ডাকতে পারবে।