৪৪২০৩ শূন্যপদে শিক্ষক নিয়োগ রাজ্যের, ৩০শে মে বিজ্ঞপ্তি প্রকাশ

শীর্ষ আদালতের নির্দেশ মেনে ৩০ মে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরশীর্ষ আদালতের নির্দেশ মেনে ৩০ মে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার (Mamata Banerjee)।কার (Mamata Banerjee)।

Must read

এক নজরে
শীর্ষ আদালতের নির্দেশ মেনে ২৪,২০৩ পদে হবে নিয়োগ
অতিরিক্ত ২০ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী পদেও বিজ্ঞপ্তি
নবম-দশমে ১১,৫১৭ পদ
একাদশ-দ্বাদশে ৬,৯১২ পদ
গ্রুপ C ৫৭১, গ্রুপ D ১০০০ পদ
বিজ্ঞপ্তি প্রকাশ ৩০ মে
১৬ জুন থেকে শুরু অনলাইন আবেদন, চলবে ১৪ জুলাই পর্যন্ত

শীর্ষ আদালতের নির্দেশ মেনে ৩০ মে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার (Mamata Banerjee)। সুপ্রিম কোর্টের নির্দেশে বলা হয় ৩১ মে-র মধ্যেই চাকরির নোটিফিকেশন দিতে হবে, তাই ৩০ মে চাকরির বিজ্ঞপ্তি জারি করা হবে বলে তিনি জানান। আজ নবান্নে বৈঠক করে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরে রিভিউ পিটিশনে যা নির্দেশ হবে সেই অনুযায়ী প্রক্রিয়ায় বদল করা যেতে পারে। ১৪ জুলাই চাকরির আবেদনের শেষ দিন। সুপ্রিম কোর্ট ২৪,২০৩টি পদে নিয়োগের কথা বলেছিল , আরও পদ বাড়িয়ে নিয়োগ করবে রাজ্য। মোট নিয়োগ হবে ৪৪,২০৩টি পদে। এর মধ্যে গ্রুপ সি এবং গ্রুপ ডি-ও রয়েছে। বয়সের জন্য যাতে না আটকায় তার জন্য ছাড় থাকবে। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিলেন, ”’সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই আমাদের এই কাজ করতে হচ্ছে। আপনারা পরীক্ষায় বসুন। রাজ্য সরকার রিভিউ পিটিশন করেছে। কিন্তু গরমের ছুটি থাকায় তার শুনানি এখনও হয়নি। ছুটি শেষ হলে যে রায় দেওয়া হবে রাজ্য সরকার সেই অনুযায়ী কাজ করবে। কিন্তু আপনারা দুটো অপশনই হাতে রাখুন।” পাশাপাশি যারা ইতিমধ্যেই অনেকদিন কাজ করেছেন, তাঁদের অভিজ্ঞতাকেও অগ্রাধিকার দেওয়া হবে।

আরও পড়ুন-‘৫ মিনিটের মধ্যে আমিও মরে যাব’, ঋণের দায়ে আত্মঘাতী একই পরিবারের ৭ সদস্য

এদিন মুখ্যমন্ত্রী জানান, ”সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল ৩১ মে-র মধ্যে নতুন নিয়োগের বিজ্ঞাপন প্রকাশ করে হলফনামা পেশ করতে হবে। সেই নির্দেশ মেনে ৩০ মে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই ২৪২০৩ শূন্য পদ তৈরি হয়েছে। ওই ২৪২০৩টি পদে নতুন করে শিক্ষক নিয়োগ করা হবে। এ ছাড়া সরকার আরও কিছু নতুন পদ তৈরি করেছে। নবম ও দশম শ্রেণির জন্য ১১৫১৭টি শিক্ষক পদ তৈরি হয়েছে। একাদশ ও দ্বাদশ শ্রেণির জন্য শিক্ষক পদ তৈরি হয়েছে আরও ৬৯১২টি। এ ছাড়া গ্রুপ সি পদে নতুন ৫৭১ এবং গ্রুপ সি পদে নতুন ১০০০টি পদ তৈরি করা হয়েছে। সব মিলিয়ে ৪৪২০৩টি শূন্য পদে নিয়োগ করা হবে। নবম-দশম শ্রেণির জন্য ২৩ হাজারের বেশি শিক্ষক নিয়োগ করা হবে। একাদশ ও দ্বাদশ শ্রেণির জন্য ১২,৫১৪ জন শিক্ষক নিয়োগ করা হবে। গ্রুপ সি পদে নিয়োগ করা হবে ২৯৮৯ জনকে এবং ৫৪৮৮ জনকে গ্রুপ ডি পদে নিয়োগ করা হবে।”

আরও পড়ুন-চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের জন্য বিকেল ৫টায় বিশেষ সাংবাদিক বৈঠক: মুখ্যমন্ত্রী

৩০ মে বিজ্ঞপ্তি দেওয়া হলে ১৬ জুন থেকে অনলাইনে আবেদন জমা নেওয়া হবে। ১৪ জুলাই পর্যন্ত আবেদনপত্র জমা নেওয়া হবে। ১৫ নভেম্বরের মধ্যে পরীক্ষা গ্রহণ ও ফল প্রকাশের প্রক্রিয়া শেষ করা হবে রাজ্যের তরফে। ২০ নভেম্বর থেকে কাউন্সেলিংয়ের প্রক্রিয়া শুরু করা হবে।

 

Latest article