বঙ্গ

৪৪২০৩ শূন্যপদে শিক্ষক নিয়োগ রাজ্যের, ৩০শে মে বিজ্ঞপ্তি প্রকাশ

এক নজরে
শীর্ষ আদালতের নির্দেশ মেনে ২৪,২০৩ পদে হবে নিয়োগ
অতিরিক্ত ২০ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী পদেও বিজ্ঞপ্তি
নবম-দশমে ১১,৫১৭ পদ
একাদশ-দ্বাদশে ৬,৯১২ পদ
গ্রুপ C ৫৭১, গ্রুপ D ১০০০ পদ
বিজ্ঞপ্তি প্রকাশ ৩০ মে
১৬ জুন থেকে শুরু অনলাইন আবেদন, চলবে ১৪ জুলাই পর্যন্ত

শীর্ষ আদালতের নির্দেশ মেনে ৩০ মে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার (Mamata Banerjee)। সুপ্রিম কোর্টের নির্দেশে বলা হয় ৩১ মে-র মধ্যেই চাকরির নোটিফিকেশন দিতে হবে, তাই ৩০ মে চাকরির বিজ্ঞপ্তি জারি করা হবে বলে তিনি জানান। আজ নবান্নে বৈঠক করে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরে রিভিউ পিটিশনে যা নির্দেশ হবে সেই অনুযায়ী প্রক্রিয়ায় বদল করা যেতে পারে। ১৪ জুলাই চাকরির আবেদনের শেষ দিন। সুপ্রিম কোর্ট ২৪,২০৩টি পদে নিয়োগের কথা বলেছিল , আরও পদ বাড়িয়ে নিয়োগ করবে রাজ্য। মোট নিয়োগ হবে ৪৪,২০৩টি পদে। এর মধ্যে গ্রুপ সি এবং গ্রুপ ডি-ও রয়েছে। বয়সের জন্য যাতে না আটকায় তার জন্য ছাড় থাকবে। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিলেন, ”’সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই আমাদের এই কাজ করতে হচ্ছে। আপনারা পরীক্ষায় বসুন। রাজ্য সরকার রিভিউ পিটিশন করেছে। কিন্তু গরমের ছুটি থাকায় তার শুনানি এখনও হয়নি। ছুটি শেষ হলে যে রায় দেওয়া হবে রাজ্য সরকার সেই অনুযায়ী কাজ করবে। কিন্তু আপনারা দুটো অপশনই হাতে রাখুন।” পাশাপাশি যারা ইতিমধ্যেই অনেকদিন কাজ করেছেন, তাঁদের অভিজ্ঞতাকেও অগ্রাধিকার দেওয়া হবে।

আরও পড়ুন-‘৫ মিনিটের মধ্যে আমিও মরে যাব’, ঋণের দায়ে আত্মঘাতী একই পরিবারের ৭ সদস্য

এদিন মুখ্যমন্ত্রী জানান, ”সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল ৩১ মে-র মধ্যে নতুন নিয়োগের বিজ্ঞাপন প্রকাশ করে হলফনামা পেশ করতে হবে। সেই নির্দেশ মেনে ৩০ মে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই ২৪২০৩ শূন্য পদ তৈরি হয়েছে। ওই ২৪২০৩টি পদে নতুন করে শিক্ষক নিয়োগ করা হবে। এ ছাড়া সরকার আরও কিছু নতুন পদ তৈরি করেছে। নবম ও দশম শ্রেণির জন্য ১১৫১৭টি শিক্ষক পদ তৈরি হয়েছে। একাদশ ও দ্বাদশ শ্রেণির জন্য শিক্ষক পদ তৈরি হয়েছে আরও ৬৯১২টি। এ ছাড়া গ্রুপ সি পদে নতুন ৫৭১ এবং গ্রুপ সি পদে নতুন ১০০০টি পদ তৈরি করা হয়েছে। সব মিলিয়ে ৪৪২০৩টি শূন্য পদে নিয়োগ করা হবে। নবম-দশম শ্রেণির জন্য ২৩ হাজারের বেশি শিক্ষক নিয়োগ করা হবে। একাদশ ও দ্বাদশ শ্রেণির জন্য ১২,৫১৪ জন শিক্ষক নিয়োগ করা হবে। গ্রুপ সি পদে নিয়োগ করা হবে ২৯৮৯ জনকে এবং ৫৪৮৮ জনকে গ্রুপ ডি পদে নিয়োগ করা হবে।”

আরও পড়ুন-চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের জন্য বিকেল ৫টায় বিশেষ সাংবাদিক বৈঠক: মুখ্যমন্ত্রী

৩০ মে বিজ্ঞপ্তি দেওয়া হলে ১৬ জুন থেকে অনলাইনে আবেদন জমা নেওয়া হবে। ১৪ জুলাই পর্যন্ত আবেদনপত্র জমা নেওয়া হবে। ১৫ নভেম্বরের মধ্যে পরীক্ষা গ্রহণ ও ফল প্রকাশের প্রক্রিয়া শেষ করা হবে রাজ্যের তরফে। ২০ নভেম্বর থেকে কাউন্সেলিংয়ের প্রক্রিয়া শুরু করা হবে।

 

Jago Bangla

Recent Posts

স্মৃতিদের পাঁচে পাঁচ

বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…

35 minutes ago

দিনের কবিতা

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…

43 minutes ago

মঙ্গলবার ডায়মন্ড হারবারে সেবাশ্রয়-২ পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…

1 hour ago

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

11 hours ago

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান

শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…

11 hours ago

ট্রাম্পের শুল্কতোপের মুখেও অনড় ইউরোপের ঐক্য, পাল্টা পরিকল্পনা

ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…

11 hours ago