‘দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক’, মৃতদের পরিবার পিছু দু’লক্ষ টাকা আর্থিক সহায়তা ঘোষণা মুখ্যমন্ত্রীর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এই অবস্থায় ঘোষণা করলেন যে মৃতদের পরিবারপিছু দু'লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করবে রাজ্য সরকার।

Must read

অগ্রাহ্য সুপ্রিম কোর্টের (Supreme court) আদেশ। ব্যর্থ সহৃদয় মুখ্যমন্ত্রীর ৩ দিনের অপেক্ষা। জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির ফলে রাজ্যে এখনও পর্যন্ত ২৯ জনের মৃত্যু হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এই অবস্থায় ঘোষণা করলেন যে মৃতদের পরিবারপিছু দু’লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করবে রাজ্য সরকার। জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জেরে দেগঙ্গায় যে শ্রমিকের মৃত্যু হয়েছে তাঁর পরিবারের সঙ্গে দেখা করে বৃহস্পতিবার সরকারি চাকরির প্রতিশ্রুতি দেওয়া হয়। এদিন তাঁর পরিবারের সঙ্গে দেখা করেন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী, দেগঙ্গার বিধায়ক রহিমা মণ্ডল প্রমুখ।

আরও পড়ুন-ময়দানে গাছ কাটতে পারবে না আরভিএনএল, জানাল শীর্ষ আদালত

এদিন নিজের এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ”দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক। জুনিয়র ডাক্তাররা দীর্ঘদিন কর্মবিরতি পালন করার ফলে স্বাস্থ্য পরিষেবায় বাধার সৃষ্টি হয়েছে। এর ফলে আমরা ২৯টি মূল্যবান জীবন হারিয়ে ফেলেছি। শোকাহত এই সকল পরিবারকে সহায়তা করার জন্য মৃতের পরিবারের সদস্যদের দু’লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করার কথা ঘোষণা করছে রাজ্য সরকার।’’

আরও পড়ুন-‘বুলডোজার বিচার’, শীর্ষ আদালতে ধাক্কা যোগীর

প্রসঙ্গত, জুনিয়র ডাক্তারদের আন্দোলনের ফলে রাজ্যের বিভিন্ন প্রান্তে কার্যত বিনা চিকিৎসায় অনেকের মৃত্যুর খবর প্রকাশ্যে আসে গত কয়েকদিনে। তাঁদের জন্য কে ‘জাস্টিস’ চাইবেন, এই নিয়েও বারবার প্রশ্ন তুলছে রাজ্যের শাসক দল। আজ দুপুরে তৃণমূল কংগ্রেসের তরফে বলা হয় কোচবিহারের একটি পাঁচ বছরের মেয়ের হৃদপিণ্ডের জটিল অস্ত্রোপচার হওয়ার কথা আছে। এনআরএস হাসপাতালে আছে। কিন্তু চিকিৎসকরা অস্ত্রোপচার নিয়ে কোনও সদুত্তর না দেওয়ায় রীতিমত ঝুঁকির মুখে পড়ে গিয়েছে তার জীবন।

 

Latest article