কৃষকদের পাশে রাজ্য

Must read

দুলাল সিংহ, বালুরঘাট : কালা কৃষি আইনের বিরুদ্ধে সফল কৃষক আন্দোলন। যে আন্দোলনের পক্ষে কৃষকদের পাশে দাঁড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কৃষকদের সুবিধার্থে কৃষকভাতা ২০০০ থেকে ৪০০০ করেছেন। অন্যদিকে কৃষকদের ভুলপথে পরিচালিত করার জন্য বিজেপি ঘৃণ্য রাজনীতি শুরু করেছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের একের পর এক উন্নয়ন করেছেন। এবার সার নিয়ে যাতে কালোবাজারি না হয় তার জন্য দক্ষিণ দিনাজপুরে অভিযান শুরু হল।

আরও পড়ুন : মিরজাফর-বিদায়ে কাঁথিতে উচ্ছ্বাসদিবস

কৃষি দফতরের আধিকারিকদের সঙ্গে যৌথভাবে মঙ্গলবার দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারি ব্লক এলাকার সরকার অনুমোদিত সারের দোকানগুলিতে অভিযান চালালেন ডেপুটি ম্যাজিস্ট্রেট মনতোষ মণ্ডল। উল্লেখ্য, সম্প্রতি সরকার নির্ধারিত ন্যায্যমূল্যের পরিবর্তে বর্ধিত দামে সার বিক্রির অভিযোগ উঠছিল। যার পরেই এদিন অভিযানে নামে প্রশাসন। সরকার নির্ধারিত মূল্যের থেকে বেশি মূল্যে সারের বর্তমান বাজার দরের কথা এদিন উঠে এসেছে এক সার বিক্রেতার বক্তব্যেও। বুনিয়াদপুর এলাকার এক সার বিক্রেতা কালীচরণ সরকার জানিয়েছেন, সরকার নির্ধারিত সারের মূল্যের থেকে বেশি দাম নেওয়ার কারণে আমরা সার নিয়ে আসছি না। তিনি জানান, বস্তা প্রতি সারের দাম ১৫০-২০০ টাকা বেশি পড়ছে। অপরদিকে ডেপুটি ম্যাজিস্ট্রেট মনোতোষ মণ্ডল জানিয়েছেন, এই মুহূর্তে সারের চাহিদা বেশি তাই সার নিয়ে যাতে কালোবাজারি না হয় সেই কারণে তাঁরা যৌথ অভিযান করছেন।

Latest article