গঙ্গাসাগরে রাজ্য সরকারের ড্রোনই ফিরিয়ে দিল ২ কন্যাকে

রেডিও ক্লাবের সদস্যরা হারিয়ে যাওয়া, কথা বলতে না পারা, সংজ্ঞাহীন শিশু এবং ভাষা না বুঝতে পারা মানুষদের উদ্ধার করেছে বরাবর।

Must read

প্রতিবেদন : গঙ্গাসাগর (Gangasagar) মেলায় এবার নিরাপত্তার জন্য ড্রোনের ব্যবস্থা করেছিল রাজ্য সরকার। আর এই ড্রোনের দৌলতেই মায়ের কোলে হারিয়ে যাওয়া দুই কন্যাকে ফিরিয়ে দিল হ্যাম রেডিও। সম্ভবত দেশের মধ্যে বাংলাতেই প্রথম এই ধরনের ঘটনা ঘটল। জেলাশাসকের নির্দেশে এবং অতিরিক্ত জেলাশাসকদের পর্যবেক্ষণের মধ্যেই গঙ্গাসাগরের বিভিন্ন স্থানে হ্যাম রেডিওর ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের সদস্যরা হারিয়ে যাওয়া, কথা বলতে না পারা, সংজ্ঞাহীন শিশু এবং ভাষা না বুঝতে পারা মানুষদের উদ্ধার করেছে বরাবর।

আরও পড়ুন-শুরু হল জাতীয় থিয়েটার উৎসব

উত্তর ২৪ পরগনার বারাসতের অশ্বিনী পল্লির বাসিন্দা বিশালা নস্কর (৩৭) ৯ ও ৩ বছরের দুই মেয়ে ও বৃদ্ধা মাকে নিয়ে গঙ্গাসাগরে স্নান করতে এসেছিলেন। স্নান সেরে বাসস্ট্যান্ড থেকে কচুবেড়িয়ার উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য বাসে উঠতে গিয়েই বিপত্তি। দুই কন্যা বাসে উঠলেও বৃদ্ধা মাকে নিয়ে বাসে উঠতে পারেননি বিশালা। মেয়েদের হারিয়ে দিশেহারা হয়ে পড়েন তিনি। হ্যাম রেডিও ক্লাবের সদস্যা সাবর্ণী নাগ বিশ্বাস ওই মহিলাকে প্রাথমিক পর্যায়ে জল দিয়ে জ্ঞান ফেরান। জানতে পারেন গোটা ঘটনা। এদিকে বাসের নম্বরও মনে করতে পারছেন না বৃদ্ধা। কন্ট্রোল রুমে বিষয়টি জানালে পুলিশ তৎপর হয়ে ওঠে। এরপরেই নজরে আসে বাসস্ট্যান্ডে ঘুরছে ড্রোন। ড্রোনের পরিচালক কর্তৃপক্ষ হর্শের সঙ্গে দ্রুত যোগাযোগ করতেই উপায় মেলে। ড্রোনের মাধ্যমে জানা যায় বাসের অবস্থান। সাবর্ণী কন্ট্রোল রুম থেকে মহিলা পুলিশের একটি টিম নিয়ে রওনা দেন ওই বাসের উদ্দেশে। যোগাযোগ রাখেন হর্শের সঙ্গে। কালীনগরের বাফার জোনের কাছে রাস্তায় দাঁড়িয়ে থাকা বাসের কাছে সাবর্ণী পৌঁছতেই হর্শ জানায় ওই বাসেই বাচ্চা দুটি আছে। অসাধারণ সমন্বয়। বাচ্চা দুটিকে উদ্ধার করা হয়। নিয়ে আসা হয় কে ওয়ান বাসস্ট্যান্ডে। পুলিশের সহযোগিতায় তাদের সামনেই বাচ্চা দুটিকে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

Latest article