প্রতিবেদন : রাজ্যে অনুমোদনহীন ই–রিকশা বা টোটো নথিভুক্তকরণের সময়সীমা ফের বাড়ানো হয়েছে। পরিবহণ দফতর দ্বিতীয় দফায় ওই সময়সীমা বাড়িয়ে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত করেছে। এর ফলে টোটো মালিকরা বাধ্যতামূলক অনলাইন এনুমারেশন বা নথিভুক্তকরণের জন্য আরও এক মাস সময় পাচ্ছেন।
বিভিন্ন সংগঠন ও সংশ্লিষ্ট পক্ষের তরফে বাড়তি সময়ের দাবি জানানো হয়েছিল পরিবহণ দফতরে। সেই প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত। উল্লেখ্য, গত বছরের ১৩ অক্টোবর রাজ্যে টোটো নথিভুক্তকরণের জন্য অনলাইন পোর্টাল চালু হয়। ওই পোর্টালের মাধ্যমে টোটো মালিকদের অস্থায়ী টোটো এনুমারেশন নম্বর দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। প্রথমে সময়সীমা ছিল গত বছরের ৩০ নভেম্বর। পরে তা বাড়িয়ে ৩১ ডিসেম্বর করা হয়। এবার ফের এক দফা সময় বাড়াল রাজ্য সরকার। পরিবহণ সচিব সৌমিত্র মোহনের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজ্যে বিপুল সংখ্যক টোটো নথিভুক্ত হওয়ার সম্ভাবনা থাকায় এবং অনলাইন পোর্টালে চাপ বাড়ার আশঙ্কায় অন্তত আরও এক ক্যালেন্ডার মাস সময় বাড়ানো প্রয়োজন বলে মনে করেছে দফতর। সেই বিষয়টি বিবেচনা করেই এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
আরও পড়ুন-প্রশাসনের উদ্যোগে নৌবাইচ প্রতিযোগিতায় বিপুল সাড়া
এই এনুমারেশন প্রক্রিয়ার মূল উদ্দেশ্য হল রাজ্যের বিভিন্ন প্রান্তে চলাচলকারী অনুমোদনহীন ও স্থানীয়ভাবে তৈরি টোটোগুলিকে একটি নিয়ন্ত্রিত কাঠামোর মধ্যে আনা। এর ফলে সড়ক নিরাপত্তা ও ট্রাফিক শৃঙ্খলা অনেকটাই উন্নত হবে। নথিভুক্ত টোটোগুলিকে ডিজিটাল অস্থায়ী এনুমারেশন নম্বর দেওয়া হবে। পাশাপাশি একটি কিউআর কোডযুক্ত স্টিকার দেওয়া হবে, যা গাড়িতে প্রদর্শন করা বাধ্যতামূলক। নিয়ম অনুযায়ী, টোটো মালিকদের প্রথম ছয় মাসের জন্য এক হাজার টাকা এনুমারেশন ও নির্দিষ্ট এলাকায় চলাচলের অনুমতি ফি দিতে হবে। সপ্তম মাস থেকে প্রতি মাসে একশো টাকা করে ফি ধার্য থাকবে।
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…
নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…
সংবাদদাতা, বারাসত : জনসুনামির সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসত। সোমবার বারাসতের কাছারি…
ব্যুরো রিপোর্ট: শুনানির নামে হয়রানির প্রতিবাদে রাজ্যজুড়ে গর্জে উঠেছে তৃণমূল (ECI_TMC)। সোমবার মালদহ, কোচবিহার, রায়গঞ্জে…