আর জি কর সচল রাখতে কঠোর রাজ্য

Must read

কলকাতার আর জি কর হাসপাতাল ও মেডিক্যাল কলেজে চলতি অচলাবস্থা কাটাতে রাজ্য সরকার এবার কঠোর পদক্ষেপ করার ইঙ্গিত দিল। রাজ্যের তরফে এদিন সাফ জানিয়ে দেওয়া হল, হাসপাতালে রোগী পরিষেবা কোনওভাবেই বিঘ্নিত হতে দেওয়া যাবে না। আউটডোর-ইনডোর পরিষেবা মসৃণ রাখতে হবে দায়িত্বপ্রাপ্তদের। যাঁরা কাজে আসছেন না, তাঁদের সম্পর্কে তথ্য সংগ্রহে রাখতে হবে। আন্দোলনরত পড়ুয়াদের সঙ্গে আলোচনার দরজা খোলা আছে। আলোচনা করে রফাসূত্র খোঁজার কাজও চালাতে হবে সমান্তরালে। তবে স্বাস্থ্য দফতর সূত্রে ইঙ্গিত দেওয়া হয়েছে আর জি কর নিয়ে এবার ধাপে ধাপে কড়া পদক্ষেপ করতে শুরু করে দেবে নবান্ন। আর তা নেওয়া হলে কার্যত বিপাকে পড়বেন আন্দোলনকারীরা। গতকাল সাধারণ সভায় উসকানিমূলক মন্তব্যের জেরে ইতিমধ্যেই চিকিৎসক সংগঠনের দুই নেতা পুণ্যব্রত গুণ এবং কৌশিক চাকীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। দ্রুত কাজে যোগ না দিলে ইন্টার্ন এবং জুনিয়র চিকিৎসকদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করা হবে বলে স্বাস্থ্য ভবন সূত্রে জানা গিয়েছে।

আরও পড়ুন-চিন্তিত প্রতিমা শিল্পীরা

আন্দোলন শুরুর পরে ১৫ দিনের মাথায় এখনও আর জি কর হাসপাতালে অচলাবস্থা অব্যাহত রয়েছে। অধ্যক্ষের ইস্তফার দাবিতে রিলে অনশন চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছেন আন্দোলনরত মেডিক্যাল কলেজের পড়ুয়া ও জুনিয়র চিকিৎসকরা। এদিকে হাসপাতালের পরিষেবা সচল রাখতে এদিন ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরতে দেখা গিয়েছে হাসপাতালের ডেপুটি সুপার ও মেডিক্যাল কলেজের ভাইস প্রিন্সিপ্যালকে। জট কাটাতে এদিন স্বাস্থ্য ভবনে স্বাস্থ্যসচিবের সঙ্গে বৈঠকে বসছেন স্বাস্থ্য দফতরের তৈরি মেন্টর গ্রুপের সদস্যরা। গত কয়েকদিন ধরেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে জুনিয়র ডাক্তারদের টানা কর্মবিরতির জেরে চিকিৎসা পরিষেবা ব্যাহত হচ্ছে। এবার হাসপাতালে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে কঠোর হল রাজ্যের প্রশাসন।

Latest article