সংবাদদাতা, আলিপুরদুয়ার : চা-শ্রমিকদের পাশে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। শ্রমিকদের উন্নয়নের কথা ভেবেছেন একামাত্র তিনিই। এনেছেন প্রকল্পও। মুখ্যমন্ত্রীর চা-সুন্দরীর (Cha-Sundari) প্রকল্পে মাথার ওপর ছাদ পেয়েছেন চা-শ্রমিকরা। সম্প্রতি আলিপুরদুয়ার জেলার সুভাষিণী চা-বাগানের মাঠে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানের মঞ্চে, তৈরি হয়ে থাকা এই তিনটি চা-বাগানের চা-সুন্দরী (Cha-Sundari) আবাস যোজনার গৃহের উদ্বোধন করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। শনিবার মাদারিহাট বীরপাড়া ব্লকের তিনটি চা-বাগানে মোট ৪৩৮টি চা-শ্রমিক পরিবারের হাতে শনিবার তুলে দেওয়া হল সুদৃশ্য চা-সুন্দরী আবাস যোজনার গৃহ। লঙ্কাপাড়া, মুজনাই ও ঢেকলাপাড়া এই তিন চা-বাগানে তিনটি পৃথক অনুষ্ঠানের মাধ্যমে এই সকল উপভোক্তাদের হাতে চা-সুন্দরী গৃহের চাবি ও কাগজ তুলে দেন জেলাশাসক আর বিমলা, মাদারিহাটের বিধায়ক জয়প্রকাশ টপ্পো ও জেডিএ-র চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা। লঙ্কাপাড়া চা-বাগানে ১১৭টি চা-শ্রমিক পরিবার, মুজনাই বাগানে ১৭০ ও ঢেকলাপাড়া চা-বাগানে ১৫১ টি চা-শ্রমিক পরিবার এদিন চা¬সুন্দরীর গৃহ পায়। এদিনের অনুষ্ঠানের বিষয়ে মাদারিহাটের বিধায়ক জয়প্রকাশ টপ্পো জানান, চা-শ্রমিকদের জন্য মুখ্যমন্ত্রী নতুন ছাদের ব্যবস্থা করেছেন এই চা-সুন্দরী আবাস যোজনার মাধ্যমে, মুখ্যমন্ত্রীর এই উদ্যোগে খুশি চা-শ্রমিকরা। প্রসঙ্গত উল্লেখ্য, চা-বাগানে শ্রমিকদের বাসবাসের জন্য ভাল মানের কোয়ার্টার দেওয়ার কথা মালিক পক্ষের, কিন্তু বহু বছর ধরে নষ্ট হয়ে যাওয়া জরাজীর্ণ আবাসেই বসবাস করতে বাধ্য হচ্ছিলেন চা-শ্রমিকরা। তাঁদের এই অবস্থা দেখে রাজ্যের মুখ্যমন্ত্রী তাঁর মস্তিষ্কপ্রসূত যুগান্তকারী এই প্রকল্প চালু করেন রাজ্যে। যার মাধ্যমে এখনও পর্যন্ত কয়েক হাজার চা-শ্রমিক সুন্দর গৃহ যেমন পেয়েছেন, তেমনি পানীয় জল, ভাল রাস্তা ও বিদ্যুৎও পেয়েছেন। তাদের জীবনযাত্রার মান আগের থেকে অনেকটাই উন্নত হয়েছে বলে জানিয়েছেন চা-শ্রমিকরা। তাঁরা সকলেই ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রীকে।
আরও পড়ুন- বাংলাদেশ সুপ্রিম কোর্ট ঘিরে ফেলল সেনা, পাল্টা প্রতিরোধ শুরু আওয়ামি লিগের
“আমরা স্বচ্ছতা চাই- আমরা এর আগে ৭৫ বার বলেছি। আমরা ‘SIR’-এর বিরুদ্ধে নই। আমরা SIR…
প্রতিবেদন: ১৩,৪২১ শূন্যপদের জন্য দ্বিতীয় দফার ইন্টারভিউর দিন ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal…
রাজ্য সরকারের ডিজিটাল পরিষেবা উদ্যোগ আরও একবার জাতীয় স্বীকৃতি পেল। পশ্চিমবঙ্গ সরকারের ‘অনুমোদন’ (Anumodan) নামে…
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…