লোকশিল্পীদের পাশে রাজ্য

মুর্শিদাবাদ জেলা প্রশাসন বিভিন্ন সময় বিভিন্ন সামাজিক প্রচারে ওই শিল্পীদের কাজ দিয়েছে। পুজোয় বাড়তি উপার্জনের দিকে তাকিয়ে ওই শিল্পীরা।

Must read

সংবাদদাতা, বহরমপুর : গলায় সুর আছে, আর রয়েছে রাঢ়মাটির গন্ধ। মুর্শিদাবাদের সেই লোকশিল্পীদের পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর উদ্যোগে মাসিক ভাতা ও পরিচয়পত্র পেয়েছেন ওঁরা। বোলান, আলকাপ, মুসলিম বিয়ের গান, জারি গান, কীর্তন, ঢাক ও বাউলশিল্পীরা মাসিক সরকারি ভাতা পাচ্ছেন এ জেলাতেও।

আরও পড়ুন-মেডিক্যাল অফিসার

মুর্শিদাবাদ জেলা প্রশাসন বিভিন্ন সময় বিভিন্ন সামাজিক প্রচারে ওই শিল্পীদের কাজ দিয়েছে। পুজোয় বাড়তি উপার্জনের দিকে তাকিয়ে ওই শিল্পীরা। জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক প্রবাল বসাক বলেন, মুর্শিদাবাদ জেলায় সাড়ে ১৩ হাজার লোকশিল্পী মাসিক ভাতা পান হাজার টাকা করে। তাঁদের মধ্যে ষাটোর্ধ্ব প্রায় সাড়ে চার হাজার শিল্পী। এছাড়া বিভিন্ন সরকারি প্রকল্পের প্রচার অনুষ্ঠানে ওই শিল্পীদের প্রতিদিন হাজার টাকা দেওয়া হয়। গত জুলাই থেকে লালবাগের মতিঝিলে ছুটির দিন সহ শুক্র-শনি ও রবিবার লোকশিল্পীদের অনুষ্ঠান চলছে। একটি দলে সাত থেকে দশজন শিল্পী রয়েছেন। ওই অনুষ্ঠান দুর্গাপুজোর পরেও চলবে বলে জানান প্রবাল বসাক।

Latest article