নিখুঁত তালিকা তৈরিতে সক্রিয় রাজ্য সরকার

Must read

প্রতিবেদন : কেন্দ্রের আবাস যোজনা প্রকল্প থেকে বঞ্চিত এ-রাজ্য। নিজস্ব কোষাগার থেকেই ওই প্রকল্পে গৃহহীনদের ‘বাংলার বাড়ি’ তৈরি করার উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই ওই প্রকল্পে কেন্দ্রীয় সরকারের আরোপিত অমানবিক কোনও শর্ত মানা হবে না বলে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই এবার এই বিষয়টি নিয়ে নতুন করে নড়েচড়ে বসেছে রাজ্য সরকার কেন্দ্রীয় প্রকল্পের শর্তের জাঁতাকলে পড়ে যাতে গরিব মানুষ ওই প্রকল্প থেকে বঞ্চিত না হন তা নিশ্চিত করার নির্দেশ দিলেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ।
রাজ্যে ৫ জেলা বাদ দিয়ে আবাসের চূড়ান্ত পর্যায়ের সমীক্ষা চলছে। পুরনো তালিকায় থাকা ৩৬ লক্ষ উপভোক্তার মধ্যে কতজন এখনও বাড়ি তৈরির টাকা পাওয়ার উপযুক্ত, তা খতিয়ে দেখা হচ্ছে। মঙ্গলবার পর্যন্ত ১৪ লক্ষ ৪০ হাজার উপভোক্তার ক্ষেত্রে যাচাইয়ের কাজ শেষ হয়েছে। এর মধ্যে ২১.৪৩ শতাংশের নাম বাদের তালিকায় রয়েছে প্রাথমিকভাবে। আর সেই নাম বাদের বিষয়টি সামনে আসতেই জেলায় জেলায় সমীক্ষকদের ঘিরে বিক্ষোভ শুরু হয়ে গিয়েছে। সেই খবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কানে যেতেই তিনি নির্দেশ দেন, বিষয়টি আরেকবার ভাল করে খতিয়ে দেখতে। সেই নির্দেশের জেরে এদিন দুপুরে রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ প্রতিটি জেলার জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসেন। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত দফতরের আধিকারিকেরাও। সেই বৈঠকেই মুখ্যসচিব জানিয়ে দেন, যাঁদের নাম সমীক্ষায় বাদ গিয়েছে, তাঁদের মধ্যে যোগ্য কেউ বাদ গেলেন কি না তা খতিয়ে দেখতে অভিজ্ঞ আধিকারিকদের দিয়ে পুনরায় যাচাই করাতে হবে।

আরও পড়ুন- নিষিদ্ধ শব্দবাজি রোধে সক্রিয় কলকাতা পুলিশ

Latest article