বঙ্গ মৎস্য যোজনায় রাজ্যের ১ কোটি ৭৮ লক্ষ অনুদান, স্বনির্ভর হবেন মেদিনীপুরের ১৯১ মৎস্যজীবী

এছাড়াও ইনস্যুলেট বক্স-সহ সাইকেল, তিন চাকার যান, রঙিন মাছচাষের ইউনিট গড়ার জন্য আরও কয়েক লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে

Must read

সংবাদদাতা, জুনপুট : পূর্ব মেদিনীপুরে (East Midnapur) বঙ্গ মৎস্য যোজনায় এক বছরে মিষ্টি জলে মাছচাষের জন্য ১ কোটি ৭৮ লক্ষ টাকা আর্থিক সহায়তা দিল রাজ্যের মৎস্য দফতর। ১৯১ জন মৎস্যজীবী এই ভর্তুকি পেয়েছেন। কাঁথি ৩ ব্লকের ভাইটগড়ের শোভনা দাস ৩০ লক্ষ টাকা ব্যয়ে প্রতিদিন ২ টন মাছের খাবার তৈরির মিল গড়েছেন। এজন্য তিনি ১৮ লক্ষ টাকা অনুদান পেয়েছেন। সম্প্রতি শোভনা দাসের ওই প্রজেক্ট রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী খতিয়ে দেখেন। সঙ্গে ছিলেন মৎস্য দফতরের অফিসারেরা।

আরও পড়ুন-মেক্সিকোকে হারিয়ে চমক ভেনেজুয়েলার

এছাড়াও নতুন ফিন ফিশ হ্যাচারির জন্য তিনজনকে ৪০ লক্ষ টাকা ভর্তুকি দেওয়া হয়েছে। ১১০ জনকে ইনস্যুলেটেড বক্স-সহ মোটর সাইকেল দেওয়া হয়েছে। তাঁদের ৪৩ লক্ষ ৬৫ হাজার টাকার ভর্তুকি দেওয়া হয়েছে। এছাড়াও ইনস্যুলেট বক্স-সহ সাইকেল, তিন চাকার যান, রঙিন মাছচাষের ইউনিট গড়ার জন্য আরও কয়েক লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। কয়েকদিন আগেই মৎস্যমন্ত্রী জুনপুট ট্রেনিং সেন্টার ও ল্যাব পরিদর্শন করেন। সেখানে ফিশারিজ সাবজেক্টে পোস্ট গ্র্যাজুয়েট করা ছাত্রছাত্রীরা হাতেকলমে প্রশিক্ষণ নিচ্ছেন। এরপর মন্ত্রী-সহ দফতরের অফিসারেরা পেটুয়াঘাট মৎস্য বন্দরে যান। ২২ কোটি টাকা ব্যয়ে ওই মৎস্য বন্দর আধুনিকীকরণের কাজও চলছে দ্রুতগতিতে।

Latest article