প্রাথমিকের ৩ হাজার ৯২৯টি শূন্যপদে নিয়োগের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে এবার ডিভিশন বেঞ্চে গেল প্রাথমিক শিক্ষা পর্ষদ। বিচারপতি সুব্রত তালুকদার এবং সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হবে। বৃহস্পতিবার মামলার শুনানি হতে পারে।
আরও পড়ুন-পটপূর্ণিমা নামে খ্যাত রাস
এর আগে ২০১৪-র টেটের ভিত্তিতে ২০২০ সালে দ্বিতীয় পর্যায়ের নিয়োগ প্রক্রিয়া শুরু করে পর্ষদ। প্রাথমিকের ১৬ হাজার ৫০০ পদে শিক্ষক নিয়োগ করা হয়। তারপরও বহু পদ ফাঁকা রয়েছে, এই অভিযোগ জানিয়ে মামলা হয় আদালতে। মামলাকারীদের দাবি ছিল, পরবর্তী টেটের আগে এই শূন্যপদগুলি পূরণ করতে হবে। মামলা চলাকালীন পর্ষদের সঙ্গে আলোচনায় উঠে আসে ৩ হাজার ৯২৯টি পদ ফাঁকা রয়েছে। এরপরই ২৬ সেপ্টেম্বরের মধ্যে এই শূন্যপদ পূরণের নির্দেশ দেন বিচারপতি।