রাজ্যের উদ্যোগ, উত্তরবঙ্গে বসছে ৫০টি বৃষ্টি মাপার যন্ত্র

এতদিন ভুটানে বেশি বৃষ্টি হলে সেই বৃষ্টির জল বিভিন্ন নদী দিয়ে বয়ে এসে হড়পা বানের সৃষ্টি করত জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার একটি অংশে।

Must read

সংবাদদাতা, জলপাইগুড়ি : উত্তরবঙ্গের চা-শিল্পের কথা চিন্তা করে রাজ্য সরকারের উদ্যোগে ৬০টি বৃষ্টি পরিমাপক যন্ত্র স্থাপন করার পরিকল্পনা করে ইন্ডিয়ান মেটরলজিক্যাল ডিপার্টমেন্ট বা আইএমডি, যার মধ্যে রয়েছে ২০টি অটোমেটিক ওয়েদার স্টেশন। এর ফলে এবার অনেক বেশি জায়গা থেকে বৃষ্টি পরিমাপক যন্ত্র দ্বারা তথ্য পাবে পশ্চিমবঙ্গ সরকারের সেচ দফতর। স্বাভাবিকভাবে এতে উপকৃত হবে উত্তরবঙ্গের চা শিল্পের পাশাপাশি স্থানীয় চাষীদের।

আরও পড়ুন-বজ্রাঘাত থেকে বাঁচাতে তালগাছ লাগাচ্ছেন শিক্ষক

চা-বাগানের উৎপাদন অনেকটাই নির্ভর করে আবহাওয়ার ওপর, তাই নতুন করে যন্ত্র বসানোতে চা-বাগানগুলির উৎপাদন ক্ষমতা আরও বাড়বে বলেই মতো আবহাওয়াবিদদের। বিভিন্ন চা -বাগান থেকে শুরু করে একাধিক স্কুল-কলেজে এই অত্যাধুনিক বৃষ্টি পরিমাপক যন্ত্র বসানোতে আগে থেকেই জানা সম্ভব হবে হড়পা বানের পরিস্থিতিও। এতদিন ভুটানে বেশি বৃষ্টি হলে সেই বৃষ্টির জল বিভিন্ন নদী দিয়ে বয়ে এসে হড়পা বানের সৃষ্টি করত জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার একটি অংশে। এই হড়পা বানের সতর্কতাও এবার থেকে আগে মিলবে বলে জানা যায়। যার জন্য স্বাভাবিকভাবে উপকৃত হবে ডুয়ার্সের সাধারণ মানুষ। সিকিম ও উত্তরবঙ্গের দায়িত্বপ্রাপ্ত আবহাওয়া অধিকর্তা গোপীনাথ রাহা জানান, উত্তরবঙ্গের আবহাওয়ার কথা ভেবে পর্যবেক্ষণ নেটওয়ার্ক বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সেই উদ্যোগে ইতিমধ্যে ৫০টি বৃষ্টি পরিমাপক যন্ত্র বিভিন্ন চা-বাগান থেকে শুরু করে স্কুল কলেজগুলোতে বসানো হয়েছে, স্থাপন করা হবে আরও দশটি।

Latest article