প্রতিবেদন : কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাক্ষেত্রে মেয়েদের অংশ গ্রহণ বাড়াতে রাজ্য সরকার আসন সংরক্ষণ ব্যবস্থা চালু করতে চলেছে। রাজ্যের সমস্ত পলিটেকনিক, আইটিআই ও বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্রগুলিতে মেয়েদের জন্য ২০ শতাংশ আসন সংরক্ষিত থাকবে। একই সঙ্গে কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া এবং নদীয়ার কল্যাণী, হুগলির চুঁচুড়া, চন্দননগর ও শ্রীরামপুর মহকুমা ছাড়া জেলাগুলির ক্ষেত্রে সেখানকার শিক্ষা প্রতিষ্ঠানগুলি থেকে পাশ করা ছাত্র-ছাত্রীদের জন্য ৫০ শতাংশ আসন সংরক্ষণ এর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন-চালকহীন মেট্রোর ট্রায়াল রান
তবে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে দু’দফায় কাউন্সেলিয়ের পরও ছাত্রীদের জন্য সংরক্ষিত আসনগুলি পূরণ না হলে সেগুলিকে সাধারণ আসনে পরিণত করার সংস্থান থাকবে। জিটিএ এলাকার কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতেও স্থানীয়দের ভর্তির ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। তবে অন্য এলাকার ছাত্র-ছাত্রীদের ভর্তির সুযোগও থাকছে। কারিগরি শিক্ষা দফতর সম্প্রতি পলিটেকনিক, আইটিআই এবং ভিটিসিগুলিতে ভর্তি সংক্রান্ত নতুন নীতি সংক্রান্ত বিজ্ঞপ্তি সম্প্রতি জারি করেছে। নতুন নীতিতে বলা হয়েছে, যোগ্যতা নির্ণায়ক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ভর্তি হবে। মেধা হবে একমাত্র বিবেচ্য বিষয়। সরকারের নতুন নীতিতে ভর্তির কাউন্সেলিং ও নথি যাচাই করার প্রক্রিয়াও সরল করা হচ্ছে। নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে অনলাইনে ভর্তির জন্য আবেদন ও ফি জমা দেওয়ার ব্যবস্থাও হবে। এবার থেকে পরীক্ষার্থীদের নথি যাচাইয়ের জন্য আঞ্চলিক ভিত্তিতে প্রতিষ্ঠান নির্দিষ্ট করা হবে। এর ফলে ছাত্র-ছাত্রীদের দূরে যেতে হবে না।