ভুটান সীমান্তে আন্তর্জাতিক মানের হাট গড়ছে রাজ্য, খরচ প্রায় ২ কোটি

Must read

আর্থিকা দত্ত, জলপাইগুড়ি: ভুটান সীমান্ত (Bhutan Border) ঘেঁষে অবস্থিত শতাব্দী প্রাচীন চামুর্চি হাটে শুরু হয়েছে পরিকাঠামো উন্নয়নের কাজ। রাজ্য সরকারের কৃষিজ বিপণন দফতরের উদ্যোগে ১ কোটি ৯০ লক্ষ টাকা ব্যয়ে এই ঐতিহ্যবাহী হাটের নবীকরণে শুরু হয়েছে শেড তৈরির কাজ।

১২৩ বছরের পুরনো এই হাটে ছয়টি আধুনিক শেড নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে, যেখানে বিক্রেতাদের জন্য পৃথক স্টল তৈরি করা হবে আন্তর্জাতিক মানের। বহু বছর ধরে অবহেলিত অবস্থায় পড়ে থাকা এই হাটের অবস্থা ছিল শোচনীয়। প্রায় পাঁচ বছর আগে ঝড়ে একটি শেড ভেঙে পড়ার পর থেকেই ব্যবসা কার্যত স্তব্ধ হয়ে পড়ে। ফলে বহু পুরনো বিক্রেতা হাট ছেড়ে যেতে বাধ্য হন, বাকিরা রাস্তার পাশে দোকান সাজিয়ে দিন গুজরান করছিলেন। বর্ষার সময়ে পরিস্থিতি আরও খারাপ হতো। অবশেষে এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ করল রাজ্য সরকার।

আরও পড়ুন-মূর্তি নদীর ধারে হাতির হামলায় মৃত্যু

কৃষিজ বিপণন দফতরের উদ্যোগে শুরু হয়েছে চামুর্চি হাট পুনর্গঠনের কাজ। এলাকাবাসী ও ব্যবসায়ীরা জানিয়েছেন, এই পদক্ষেপে হাটে প্রাণ ফিরে আসবে, আবার জমে উঠবে পুরনো রমরমা ব্যবসা-বাণিজ্য। স্থানীয় বাসিন্দা চন্দ্র বিশ্বকর্মা বলেন, “হাটে শেড তৈরি হলে ফের ব্যবসায়ীরা ফিরবেন, হাটে আবারও মানুষের ভিড় বাড়বে। ফিরবে আমাদের পুরনো ঐতিহ্য।” অন্যদিকে, সীতারাম ঠাকুরের বক্তব্য, “ভুটান সীমান্ত ঘেষা এই প্রাচীন হাট ধীরে ধীরে আন্তর্জাতিক মানের হয়ে উঠুক এটাই আমাদের আশা।” চামুর্চি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা এলাকার জনপ্রিয় তৃণমূল নেতা সন্দীপ ছেত্রী বলেন, “রাজ্য সরকারের উদ্যোগে এই কাজ শুরু হওয়ায় আমরা কৃতজ্ঞ। হাটের জমি দীর্ঘদিন দখল হয়ে ছিল, আমরা সেই জমি উদ্ধারের প্রক্রিয়া শুরু করেছি। জমি ফেরত পেলে হাটের আয়তন ও বাণিজ্য দুটোই বাড়বে।” একসময় ভুটানের সামসি জেলা থেকে মানুষ কেনাকাটা করতে আসতেন এই চামুর্চি হাটে। ব্রিটিশ আমলে এই হাট থেকেই ভুটানের কমলালেবু রফতানি হতো ভারত-সহ অন্যান্য দেশে। আজ সেই ঐতিহ্যকে নতুন প্রাণ দিতে এগিয়ে এসেছে রাজ্য সরকার স্থানীয়দের আশা, এবার আবার পুরনো দিন ফিরবে চামুর্চি হাটে।

Latest article